হোম > সারা দেশ > জামালপুর

দেওয়ানগঞ্জ ইউপি নির্বাচনে নৌকা পেলেন যাঁরা 

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি। পঞ্চম ধাপের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ৪ ডিসেম্বর শনিবার বিকেলে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড এসব প্রার্থী চূড়ান্ত করে। দীর্ঘ যাচাই-বাছাই শেষে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করে।
 
উপজেলার ডাংধরা ইউনিয়নে নৌকা পেয়েছেন মো. আজিজুর রহমান, চর আমখাওয়া ইউনিয়নে মো. নজরুল ইসলাম, হাতিভাঙ্গা ইউনিয়নে মোছা. মাহমুদা চৌধুরী, চুকাইবাড়ী ইউনিয়নে সেলিম খান, দেওয়ানগঞ্জ ইউনিয়নে মো. ছাইদুজ্জামান, চিকাজানি ইউনিয়নে মো. আশরাফুল ইসলাম। 

উল্লেখ্য,পঞ্চম ধাপের ৭০৭টি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের ভোটগ্রহণের তারিখ অপরিবর্তিত রেখে অন্যান্য কার্যক্রমের তারিখ পুনর্নির্ধারণ করে গত ৩০ নভেম্বর এক বিজ্ঞপ্তি প্রদান করে বাংলাদেশ নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ১২ ডিসেম্বর। আপিল দায়ের ১৩ থেকে ১৫ ডিসেম্বর এবং আপিল নিষ্পত্তি ১৮ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২০ ডিসেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে নতুন বছর ২০২২-এর ৫ জানুয়ারি।

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু