হোম > সারা দেশ > জামালপুর

ধর্ষণের শিকার বুদ্ধিপ্রতিবন্ধী নারীর সন্তান প্রসব

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে ধর্ষণের শিকার বুদ্ধিপ্রতিবন্ধী নারী সন্তানের জন্ম দিয়েছেন। গতকাল রোববার বিকেলে জামালপুর জেনারেল হাসপাতালে তাঁর কন্যাসন্তানের জন্ম হয়।

ধর্ষণের ঘটনায় ৫ মে ওই নারীর মা বাদী হয়ে মেলান্দহ থানায় ধর্ষণ মামলা করেন। তবে আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযুক্ত মামুন মিয়া (৩৫) মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের ভালুকা এলাকার একজন কৃষক।

জানা গেছে, ওই নারীর বিয়ে হয়েছিল। কিন্তু বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় স্বামীর সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়ে যায়। আট-নয় মাস আগে তিনি ধর্ষণের শিকার হন। কিছুদিন পর তাঁর মা বিষয়টি বুঝতে পারেন। একপর্যায়ে এই খবর এলাকায় ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে সমঝোতার জন্য অভিযুক্তের পরিবার থেকে ধর্ষণের শিকার নারীর পরিবারকে প্রস্তাব দেওয়া হয়। এ নিয়ে এলাকায় সালিসও হয়েছিল। অভিযুক্ত মামুন তখন তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেন। কিন্তু শেষ পর্যন্ত সমঝোতা না হলে এ ঘটনায় থানায় মামলা করা হয়।

ধর্ষণের শিকার ওই নারীর মা বলেন, ‘আমরা গরিব মানুষ। এহন মেয়ে ও বাচ্চা নিয়ে কই যামু, কী করমু—চিন্তায় আছি। মীমাংসা হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত মীমাংসা হয় নাই। কাল হাসপাতালে মেয়ে হয়েছে। সরকারের কাছে আমার মেয়ে ও তার সন্তানের একটা ব্যবস্থা চাই। আর মামুনের সর্বোচ্চ শাস্তি চাই।’

এ বিষয়ে জানতে চাইলে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ওই ঘটনায় থানায় মামলা করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত