হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে পার্কের ওয়াচ টাওয়ার থেকে ঝাঁপ দিয়ে ছাত্রদল নেতার মৃত্যু

জামালপুর প্রতিনিধি 

জামালপুরের সরিষাবাড়ী পৌর ছাত্রদল নেতা ইমতিয়াজ আকুল মিয়া। ছবি: সংগৃহীত

ঈদের ছুটিতে বেড়াতে গিয়ে পার্কের ওয়াচ টাওয়ার থেকে পানিতে ঝাঁপ দিয়ে ইমতিয়াজ আকুল মিয়া (২৫) নামের এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া এলাকায় অবস্থিত স্বপ্নীল পার্কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকুল মিয়া পৌরসভার সাতপোয়া গ্রামের সামছুল হকের ছেলে। তিনি পৌর ছাত্রদলের নেতা ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, ঈদের আনন্দ উপভোগ করতে আকুল মিয়া তাঁর কয়েকজন বন্ধুর সঙ্গে পার্কে ঘুরতে যান। একপর্যায়ে বন্ধুদের অগোচরে তিনি পার্কের ওয়াচ টাওয়ার থেকে পানিতে লাফ দেন। বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে টাওয়ারসংলগ্ন জমে থাকা পানিতে খোঁজাখুঁজি করেন। পরে পানির নিচে ডুবে থাকা অবস্থায় তাঁকে দেখতে পেয়ে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পার্কের মালিক রুহুল আমিন সেলিম বলেন, ‘পার্কে দর্শনার্থীদের নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়। কিন্তু নিয়ম ভেঙে এভাবে পানিতে লাফ দেওয়া অনুচিত। নিহতের বড় ভাই আমার পার্কেই কর্মরত। তবে ঘটনার সময় আমি পার্কে উপস্থিত ছিলাম না।’

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, ‘ঘটনার বিষয়ে কেউ আমাদের জানায়নি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত