হোম > সারা দেশ > জামালপুর

বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

জামালপুর প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে বাবা আবু সাঈদকে (৫৫) কুপিয়ে হত্যার দায়ে ছেলে শাহিনুর রহমানকে আমৃত্যু যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে এ রায় দেন জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান। 

নিহত আবু সাঈদের বাড়ি দেওয়ানগঞ্জ উপজেলার খড়মা খানপাড়া গ্রামে। 

মামলার বিবরণী ও আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৪ জুলাই বিকেলে পারিবারিক কলহের জের ধরে বাবাকে কুপিয়ে গুরুতর আহত করেন তাঁর ছেলে শাহিনুর। পরে সে ও তাঁর হালিমা বেগম (২০) বাড়ি থেকে পালিয়ে যান। ঘটনার পর স্থানীয় লোকজন আবু সাঈদকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ সময় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

ঘটনার পর দিন ২৫ জুলাই আবু সাঈদের মেয়ে কালনী আক্তার বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় তাঁর ভাই শাহিনুর রহমান ও ভাবি হালিমা বেগমকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ ছেলে শাহিনুর রহমানকে আমৃত্যু যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তাঁর স্ত্রী হালিমা বেগমকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। 
 
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নির্মূল কান্তি ভদ্র এ রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন। 

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত