হোম > সারা দেশ > জামালপুর

সেতু আছে, সংযোগ সড়ক নেই

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  

ইসলামপুরের কাচিহারায় খালে নির্মিত সেতু। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের ইসলামপুরে একটি সেতু নির্মাণের এক বছরের বেশি সময় পার হলেও নেই কোনো সংযোগ সড়ক। উপজেলার কাচিহারা গ্রামে আলাই খালের ওপর সেতুটি নির্মাণ করেছে ইসলামপুর পৌর কর্তৃপক্ষ। তবে সংযোগ সড়ক না থাকায় সেতুটি এলাকাবাসীর কোনো কাজে আসছে না।

স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন অতি দ্রুত সংযোগ রাস্তা নির্মাণ করে সেতুটি ব্যবহার করতে এলাকাবাসীদের সুযোগ করে দেয়।

ইসলামপুর পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে ১০ ফুট দীর্ঘ এবং ৫ ফুট প্রস্থ সেতুটি নির্মাণ করা হয়। কাজ পায় কথা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সেতুটি নির্মাণে ব্যয় হয় ৩৭ লাখ ২১ হাজার ১৭০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে সেতুর কাজ শেষ হয়।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, পৌরসভার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত কাচিহারা গ্রামটি। এর পূর্ব পাশে আলাই নাম একটি খাল রয়েছে। খালটির পূর্ব পাড়ে পৌর এলাকার একটি বাড়ি। আর পশ্চিম পাড়ে কয়েক হাজার মানুষের বসবাস হলেও এলাকাটি ইসলামপুর সদর ইউনিয়নের অন্তর্ভুক্ত। পাশেই দুইটি পাকা সড়ক। রয়েছে বড় একটি সেতুও। ওই সেতুর পাশেই খালটির মধ্যে রয়েছে একটি সেতু।

স্থানীয় কৃষক আলী আকবর, সুজা মিয়া, হেলাল, সুজন মিয়া বলেন, দীর্ঘদিনেও সংযোগ রাস্তা নির্মাণ করা হয়নি। ফলে সেতুটি কাজে আসছে না।

ইসলামপুর পৌর নির্বাহী কর্মকর্তা (সচিব) আবু সাইদ বলেন, ‘সেতু নির্মাণের পর দুই পাশে সংযোগ রাস্তার জন্য মাটি কাটা হয়েছিল। কিন্তু বন্যায় মাটি ধুয়ে গেছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান বলেন, ‘সংযোগ রাস্তাবিহীন সেতু নির্মাণের বিষয়টি আমার জানা নেই।’

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত