জামালপুর সদর উপজেলার নরুন্দিতে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের শ্বশুর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। আজ বৃহস্পতিবার সন্ধ্যার আগে নরুন্দি বাজারের পাশে মাঝপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, শেখ হাসিনার বক্তব্য ও বিভিন্ন সময় শাওনের ফেসবুক পোস্টের প্রতিবাদে আজ বিকেলে একটি মিছিল করে বিক্ষুব্ধ জনতা। নরুন্দি বাজার থেকে মিছিলটি শুরু হয়। বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবার বাড়িতে গিয়ে প্রথমে ভাঙচুর এবং পরে অগ্নিসংযোগ করে।
শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জামালপুর জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সদস্য। তিনি গত কয়েকটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। শাওনের মা তহুরা আলী ১৯৯৬ সালের আওয়ামী লীগ সরকারে জামালপুর-শেরপুর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন।