জামালপুর: জামালপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক চিকিৎসকসহ ২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৬৫ জনে। এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬ জন।
গতকাল রোববার জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে ১১৭টি নমুনা পরীক্ষায় করা হয়। এতে ২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এদের মধ্যে জামালপুর জেনারেল হাসপাতালের একজন চিকিৎসক রয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ।
শনাক্তদের মধ্যে জামালপুর সদরের ১৩ জন, মেলান্দহে ৪ জন, মাদারগঞ্জে ১ জন, সরিষাবাড়ীতে ২ জন ও দেওয়ানগঞ্জে ১ জন।
জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. মাহফুজুল রহমান সোহান জানান, চলতি মাসে করোনা শনাক্তের হার প্রতিদিন বাড়ছে। এটা খুবই উদ্বেগের বিষয়। সবাইকে সচেতন হয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি স্বাস্থ্য বিধি মেনে সবাইকে ঘর থেকে বের হওয়ার অনুরোধ জানান তিনি।