জামালপুর: জামালপুর সদর উপজেলার তিতপল্লা এলাকার একটি ধানখেত থেকে আব্দুর রশিদ (৭৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর দেড়টায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত কৃষকের বাড়ি জামালপুর উপজেলার তিতপল্লা দক্ষিণপাড়া গ্রামে। সেতাঁর জোয়াদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাত সাড়ে দশটার নামাজ পড়তে মসজিদে যান রশিদ। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। আজ সোমবার দুপুরে স্থানীয়রা একটি ধান খেতের পানিতে তাঁর লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।
জামালপুর সদর উপজেলার নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আব্দুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁর পরিবারের কেউ মামলা দেয়নি। মেডিকেল রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেব।