হোম > সারা দেশ > জামালপুর

গরম পানিতে স্বামীর শরীর ঝলসে দেওয়ার অভিযোগ গৃহবধূর বিরুদ্ধে

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে স্বামীকে ফুটন্ত গরম পানিতে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রী নাছিমা বেগমের বিরুদ্ধে। 

আজ মঙ্গলবার সকালে উপজেলার মহাদান ইউনিয়নের সেংগুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত রুবেল মিয়া (৩৮) ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন। তিনি উপজেলার সেংগুয়া গ্রামের আমজাদ ভুঁইয়ার ছেলে। 

স্থানীয়রা জানান, ১৫ বছর আগে রুবেল মিয়ার সঙ্গে পাশের ধনবাড়ী উপজেলার কাঁঠালিয়াবাড়ী গ্রামের নুরুল ইসলামের মেয়ে নাছিমা বেগমের বিয়ে হয়। কয়েক বছর পর রুবেল মিয়া পৌরসভার তাড়িয়াপাড়া গ্রামে রাশেদা বেগম নামে আরও এক নারীকে বিয়ে করেন। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই বাগ্‌বিতণ্ডা হতো। 

আজ সকালে নাছিমা বেগম তাঁর স্বামী রুবেল মিয়ার শরীরে ফুটন্ত গরম পানি ঢেলে দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর অবস্থার আরও অবনতি হলে চিকিৎসক মমেক হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। 

এ বিষয়ে রুবেল মিয়ার ভাতিজা আব্দুর রশিদ বলেন, চাচার চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চাচি নাছিমা বেগমের ছুড়ে দেওয়া ফুটন্ত গরম পানিতে রুবেল মিয়ার শরীর ঝলসে গিয়েছে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান জানান, অবস্থার আরও অবনতি হলে তাঁকে মমেক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

মেলান্দহে কারখানায় গুলি, ককটেল বিস্ফোরণ

বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মনোনয়নবঞ্চিত কৃষক দল নেতা যোগ দিলেন ইসলামী আন্দোলনে

ঢাকায় গ্রেপ্তার নেতা-কর্মীদের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা যুবলীগ নেতার