হোম > সারা দেশ > জামালপুর

মাদারগঞ্জে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে অনুষ্ঠিত হয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। শুক্রবার বিকেলে উপজেলার গুনারীতলা ইউনিয়নের বালাভরট গ্রামবাসীর আয়োজনে বিস্তীর্ণ ফসল মাঠে এ ঘোড়া দৌড় খেলা অনুষ্ঠিত হয়। 

খেলায় জামালপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়া থেকে ২৫ টির বেশি ঘোড়া অংশ নেয়। এ প্রতিযোগিতা দেখতে বিভিন্ন বয়সের হাজার হাজার নারী-পুরুষ ভিড় জমায়। এ আয়োজনের সভাপতিত্ব করেন গুনারীতলা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজু। প্রধান অতিথি ছিলেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী রাশেদুল ইসলাম। আয়োজনটির পরিচালনায় ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জামালপুর জেলার সভাপতি মহিউদ্দিন শাহীন। 

মহিউদ্দিন শাহীন বলেন, ‘গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা এখন বিলুপ্তির পথে। ঐতিহ্য ফিরিয়ে আনতে আমরা গ্রামবাসী এ আয়োজন করেছি। প্রতিযোগিতা দেখতে হাজার হাজার নারী-পুরুষ এসেছে।’ 

প্রতিযোগিতা দেখতে আসা স্কুলশিক্ষক মো. রেজাউল করিম বলেন, ‘আগে প্রায়ই এই খেলা দেখতাম। এখন এই খেলার আর আয়োজন হয় না। ব্যস্ততা কাটিয়ে খেলা উপভোগ করতে এসেছি। খুবই আনন্দ লাগছে।’ 

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মাদারগঞ্জের নজরুল ইসলাম। খেলায় ৮টি ক্যাটাগরিতে অংশ নেওয়া প্রতিযোগীদের মাঝে রেফ্রিজারেটর, টেলিভিশন, সিলিং ফ্যান ও হ্যান্ড সেট পুরস্কার তুলে দেওয়া হয়। 

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

মেলান্দহে কারখানায় গুলি, ককটেল বিস্ফোরণ

বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মনোনয়নবঞ্চিত কৃষক দল নেতা যোগ দিলেন ইসলামী আন্দোলনে

ঢাকায় গ্রেপ্তার নেতা-কর্মীদের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা যুবলীগ নেতার