হোম > সারা দেশ > জামালপুর

যেখানে শসার কেজি ৬ টাকা, টমেটো ৫   

মহসিন রেজা, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি  

জামালপুরের দেওয়ানগঞ্জে শসা বিক্রি হচ্ছে ৬ টাকা কেজি। আর ছোট টমেটো বিক্রি হচ্ছে ৫ টাকা কেজি দরে। আজ শনিবার উপজেলা সদরে কয়েকটি বাজার ঘুরে দেখা যায় এই চিত্র। 

বাজারে প্রচুর শসা ওঠায় এর দাম কমেছে বলে ধারণা করছেন চাষিরা। উপজেলার ঝালোরচর বাজারে শসা বিক্রি করতে এনেছেন তালেব আলী নামের এক কৃষক। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ক্রেতা পাচ্ছেন না তিনি। তালেব আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আগে এমন পরিস্থিতি হতো না, বাজারে শসা নিয়ে এলে পাইকাররা তা কিনে নিতেন। কিন্তু এখন বাজারে শসার আমদানি বেশি থাকায় পাইকাররা শসা কিনছেন না। শসার দাম একেবারে কমে গেছে। 

তালেব আলী জানান, তিনি তিন বিঘা জমিতে শসার চাষ করেছেন। প্রতি সপ্তাহে প্রায় তিন মণ শসা খেত থেকে তুলে বিক্রি করেছেন। রোজার আগে শসার দাম ভালো ছিল। রোজা শুরু হওয়ার পর থেকে দাম কমতে শুরু করেছে। শসার বর্তমান বাজারমূল্যে শ্রমিকের টাকাও উঠছে না বলে দাবি করেন তিনি। 

এদিকে টমেটোর দাম একদম কম থাকায় খেত থেকে টমেটো তুলছেন না চাষিরা। খেতেই নষ্ট হচ্ছে টমেটো। উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, গাছে গাছে পাকা টমেটো ধরে আছে। কিন্তু তুলছেন না চাষিরা। 

 ঝালোরচর এলাকার টমেটোচাষি ওয়াহেদ মিয়া জানান, ৫ টাকা কেজিও টমেটো বিক্রি হচ্ছে না। খেত থেকে টমেটো তুলতে যে শ্রমিক খরচ হয়, সেটাই ওঠে না। বাধ্য হয়েই টমেটো খেতেই নষ্ট করছেন। 

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস বলেন, উপজেলায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে ৫ হেক্টর বেশি জমিতে শসা চাষ হয়েছে। উপজেলার ৯০ হেক্টর জমিতে শসা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। রমজান উপলক্ষে বেশি শসা চাষ করেছেন চাষিরা। এ বছর রমজানে বাজারে শসার কোনো ঘাটতি নেই।

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত