হোম > সারা দেশ > জামালপুর

ফিলিস্তিনের জন্য শোকের দিনে নায়ক-নায়িকার সঙ্গে ধর্ম প্রতিমন্ত্রীর ফটোসেশন, সমালোচনা করায় ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

ফিলিস্তিনের জন্য শোক পালনের দিনে নায়ক-নায়িকাদের সঙ্গে ধর্ম প্রতিমন্ত্রীর ছবি তোলা নিয়ে ফেসবুকে সমালোচনামূলক পোস্ট করার পর দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন ছাত্রলীগের এক নেতা। 

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. মোস্তাক আহম্মেদকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

মোস্তাক অভিযোগ করেছেন, জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালকে রাজনৈতিকভাবে সমর্থন না করায় তাঁর বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মোস্তাক আহমেদ উপজেলার গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন সুমন তাঁকে অব্যাহতি দেওয়ার বিষয়টির নিশ্চিত করেছেন। 

এর আগে গতকাল সোমবার রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নুরে আজাদ ইমরান এবং সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন সুমন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ছাত্রলীগ ইসলামপুর উপজেলা শাখার জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. মোস্তাক আহম্মেদকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। কেন তাঁর বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার উপযুক্ত কারণ ব্যাখ্যাসহ আগামী তিন কার্যদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে উপজেলা ছাত্রলীগের দপ্তর সেল বরাবর লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

এ বিষয়ে মোস্তাক আহম্মেদ বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপুর আসনের মনোনয়নপ্রত্যাশী জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শাহীনুজ্জামান শাহীনের পক্ষে কাজ করায় আমার বিরুদ্ধে অপবাদ ছড়ানো হচ্ছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আমাকে অব্যাহতি দেওয়া হয়নি। মূলত ধর্ম প্রতিমন্ত্রী ও জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলালকে রাজনৈতিকভাবে সমর্থন না করায় আমার বিরুদ্ধে এমন বেআইনি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’ 

মোস্তাক আহমেদ আরও বলেন, ‘আমি দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো কোনো কিছু করিনি। গত শনিবার ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরায়েলি হামলার নিন্দা ও প্রতিবাদে সরকার শোক পালনের নির্দেশ দেয়। কিন্তু শোক পালনের এ দিন সন্ধ্যায় ইসলামপুরের গুঠাইল হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে সংগীতানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ধর্ম প্রতিমন্ত্রী। সেখান থেকে ফিরে এসে রাতে পৌর শহরস্থ ডাক বাংলোতে চিত্রনায়ক ফেরদৌস এবং নায়িকা নিপুণের সঙ্গে ছবি তোলেন ধর্ম প্রতিমন্ত্রী। এ নিয়ে পরদিন ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম। এ কারণে উপজেলা ছাত্রলীগকে আমার বিরুদ্ধে বেআইনি সিদ্ধান্ত নিতে ধর্ম প্রতিমন্ত্রী চাপ প্রয়োগ করেছেন। তবে অব্যাহতি বড় কথা নয়। আমি বঙ্গবন্ধুর সৈনিক হয়ে দলের কাজ করে যাচ্ছি।’ 

মোস্তাককে অব্যাহতি দেওয়ার বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন সুমন বলেন, ‘ধর্ম প্রতিমন্ত্রী ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। মোস্তাক আহমেদ ধর্ম প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করেছে। এটা বাংলাদেশ আওয়ামী ও ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থী। কারও চাপে নয়; বরং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মোস্তাক আহমেদকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।’ 

উল্লেখ্য, ২০২২ সালের ৩১ আগস্ট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতিসহ বিভিন্ন অসংগতি নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় মোস্তাক আহমেদকে সাময়িক বহিষ্কার করা হয়। এর কিছুদিন পর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলে মোস্তাক স্বপদে ফেরেন।

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত