হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে সরকারি বরাদ্দের ৬০৩ বস্তা চাল জব্দ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  

জামালপুরের ইসলামপুরে যৌথ বাহিনীর অভিযানে জব্দ করা চাল। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের ইসলামপুরে সরকারি বরাদ্দের প্রতিটি ৩০ কেজি ওজনের ৬০৩ বস্তা চাল জব্দ করেছে যৌথ বাহিনী। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সদর ইউনিয়নের কাঁচিহারা মধ্যপাড়া গ্রামের আনোয়ারের বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়। বস্তাগুলোতে খাদ্য অধিদপ্তরের সিল দেওয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজোয়ান ইফতেকার। তিনি বলেন, সরকারি সিলসংবলিত ৩০ কেজি ওজনের ৬০৩ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসন সূত্রে জানা গেছে, মহিলাবিষয়ক অধিদপ্তর পরিচালিত দুস্থ নারীদের সহায়তার ভিডব্লিউবি কর্মসূচির চাল মজুত রাখার খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। ঘটনা টের পেয়ে কৌশলে পালিয়ে যান মজুতদারেরা।

সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোজারুল মিয়া জানান, দুই দিন আগে ইউনিয়ন পরিষদ ভবন থেকে চাল বিতরণ করা হয়েছে। আনোয়ারের বাড়ি থেকে সেই চাল জব্দ করা হয়েছে কি না তা তিনি জানেন না। তবে নাম প্রকাশে অনিচ্ছু স্থানীয় বাসিন্দারা জানান, প্রভাবশালী একটি চক্র সুবিধাভোগীদের কাছ থেকে কম দামে চাল কিনে মজুত রেখেছিল। এ ক্ষেত্রে দরিদ্র আনোয়ারের ঘর ব্যবহার করা হয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ জানান, সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে সরকারি চাল জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান বলেন, ‘হতদরিদ্রদের জন্য বরাদ্দের সরকারি চাল মজুত রাখার সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত