হোম > সারা দেশ > জামালপুর

কয়েক ঘণ্টার ব্যবধানে ৮০০ হাঁসের মৃত্যু, দিশেহারা খামারি

প্রতিনিধি, ইসলামপুর (জামালপুর)

জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি খামারে একইদিন ৮০০ হাঁস মারা গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন হাঁস খামারি আব্দুল আওয়াল খান জিন্নাত। তাঁর বাড়ি উপজেলার পলবান্ধা ইউনিয়নের উত্তর সিরাজাবাদ গ্রামে। হাঁসের খামার গড়ে তুলে বেকারত্ব ঘুচিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেছিলেন জিন্নাত। গতকাল সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, চার মাস আগে নেত্রকোনায় সরকারি পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি হাঁসের ফার্ম থেকে বেইজিং জাতের এক হাজার ২৫টি হাঁসের বাচ্চা ক্রয় করে খামার গড়ে তোলেন জিন্নাত। খামারে যথারীতি হাঁসের বাচ্চার পরিচর্চা করেন। ফলে কয়েক মাসের মধ্যেই বেশ বড় হয়ে ওঠে হাঁসের বাচ্চাগুলো। হাঁসগুলো বয়স হয়েছিল ৪ মাস ১০ দিন। আর মাত্র ১৫ দিন পরে হাঁসগুলো ডিম পাড়ার সম্ভাবনা ছিল। 

ভুক্তভোগী খামারি আব্দুল আওয়াল খান জিন্নাত জানান, গত রোববার রাতে ৪টি হাঁস অসুস্থ হয়ে মারা যায়। পরদিন সোমবার সকালে একটি মৃত হাঁস নিয়ে উপজেলা ভেটেরিনারি সার্জন আব্দুল আলীমের নিকট যান তিনি। উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্তব্যরত ডাক্তার মৃত হাঁসটিকে পোস্টমর্টেম করে ওষুধের নাম লিখে দেন। সেই মোতাবেক ওষুধ খাওয়ানোর পর খামারে একের পর এক হাঁস মারা যেতে থাকে। মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে সোমবার সন্ধ্যা পর্যন্ত একে একে ৮০০ হাঁস মাথা ঘুরে পড়ে মারা যায়। এতে অন্তত ৪ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান তিনি। 

এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডাক্তার আব্দুল আলীম বলেন, ‘মৃত একটি হাঁসকে পোস্টমর্টেম করে প্রেসক্রিপশন করে দিয়েছি। লকডাউনের কারণে আমি ওই খামারে যেতে পারেনি।’

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ছানোয়ার হোসেন বলেন, ‘এতগুলো হাঁস মারা গেল বিষয়টি খুবই দুঃখজনক। হাঁসগুলো কি কারণে মারা গেছে আমি জানি না। ওই ক্ষতিগ্রস্ত খামারির বাড়িতে গিয়ে আমি খোঁজখবর নেব।' 

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু