হোম > সারা দেশ > জামালপুর

সরিষাবাড়ীতে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে এলজিইডির কার্য-সহকারীর আত্মহত্যা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে সানোয়ার হায়দার নামে এক এলজিইডির কার্য-সহকারী ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার সকালে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা এলজিইডি কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, নীলফামারী জেলার সৈয়দপুর পৌর এলাকার আব্দুল হামিদের ছেলে সানোয়ার হায়দার। তিনি সরিষাবাড়ী উপজেলা এলজিইডি কার্যালয়ে বন্যা প্রকল্পের কার্য-সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি বেশ কিছুদিন ধরে তার পারিবারিক নানা বিষয় নিয়ে হতাশায় ছিলেন। এর মাঝে সপ্তাহখানেক আগে স্ত্রী তাঁকে তালাক দেন। এতে আরও হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি।

একপর্যায়ে বৃহস্পতিবার সকালে তিনি চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভুয়াপুরগামী ৩৭ আপ মেইল ট্রেনের নীচে ঝাঁপিয়ে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আশীষ চন্দ্র দে বলেন, ঘটনাস্থলেই সানোয়ার হায়দারের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তাঁর পরিবারকে লাশ হস্তান্তর করা হবে।

এ বিষয়ে উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

মেলান্দহে কারখানায় গুলি, ককটেল বিস্ফোরণ

বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মনোনয়নবঞ্চিত কৃষক দল নেতা যোগ দিলেন ইসলামী আন্দোলনে

ঢাকায় গ্রেপ্তার নেতা-কর্মীদের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা যুবলীগ নেতার

ফেসবুকে সরব আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা

বকশীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

জামালপুরে নদীতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ২

ইসলামপুরে বিএনপিতে কোন্দল: যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের পৃথক শোভাযাত্রা