হোম > সারা দেশ > জামালপুর

সাংবাদিক নাদিম হত্যা: অভিযোগপত্র আদালতে, নাম নেই ২ নম্বরসহ ১৩ আসামির

জামালপুর প্রতিনিধি

জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ৯ জনের নামে আদালতে অভিযোগপত্র দিয়েছে সিআইডি। তবে মামলার এজাহারে থাকা ২ নম্বর আসামি চেয়ারম্যানের ছেলে রিফাতসহ ১৩ জনকে বাদ দেওয়া হয়েছে।

গত ২৭ আগস্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বকশীগঞ্জ আমলি আদালতে সিআইডি এই অভিযোগপত্র দাখিল করেছে। বিষয়টি আজ বুধবার জানাজানি হয়েছে। ঘটনার ১৫ মাস পর মামলার অভিযোপত্র দেওয়া হলো।

গত বছরের ১৪ জুন রাতে বকশীগঞ্জ পাটহাটি এলাকায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিম পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা নাদিমকে পিটিয়ে মারাত্মক আহত করেন। রাতেই তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন দুপুরে তিনি মারা যান।

এ ঘটনায় সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় ইউপি চেয়ারম্যান বাবুসহ ২২ জনকে আসামি করে মামলা করেন। মামলাটি প্রথমে বকশীগঞ্জ থানার ওসি তদন্ত করলেও পরে ডিবির কাছে হস্তান্তর করা হয়। শেষমেশ মামলার তদন্ত চলে যায় সিআইডির কাছে। সিআইডি এক বছর পাঁচ মাস তদন্ত শেষে গত ২৭ আগস্ট আদালতে অভিযোগপত্র দেয়।

এদিকে মামলার ২ নম্বর আসামি ইউপি চেয়ারম্যান বাবুর ছেলে রিফাতসহ ১৩ জনকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে। সাংবাদিক নাদিমের পরিবার সিআইডির দেওয়া অভিযোগপত্র প্রত্যাখ্যান করে পুনঃতদন্তের দাবি জানিয়েছে।

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

মেলান্দহে কারখানায় গুলি, ককটেল বিস্ফোরণ

বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মনোনয়নবঞ্চিত কৃষক দল নেতা যোগ দিলেন ইসলামী আন্দোলনে

ঢাকায় গ্রেপ্তার নেতা-কর্মীদের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা যুবলীগ নেতার