হোম > সারা দেশ > জামালপুর

ঝিনাই নদে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থী সাজেল মিয়ার (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে ঝিনাই নদ থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।

ওই শিক্ষার্থী পাশের মাদারগঞ্জের বাজিতেরপাড়া এলাকার কবির হোসেনের ছেলে। সে ঢাকার একটি মাদ্রাসার হাফিজিয়া বিভাগের ছাত্র।

পরিবার ও স্থানীয়রা জানান, গত বুধবার বিকেলে সাজেল তার আত্মীয়ের বাড়ি সরিষাবাড়ী পৌরসভার কামরাবাদ গ্রামে বেড়াতে আসে। পরদিন বৃহস্পতিবার দুপুরে ওই দাদাবাড়ির পাশে ঝিনাই নদে গোসল করতে যায় সে। গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি। ওই নদে অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি।

আজ সকালে সাজেলের লাশ পানিতে ভাসতে দেখে ওই পরিবারকে খবর দেন স্থানীয়রা। পরে স্থানীয়দের সহায়তায় নদ থেকে তার লাশ উদ্ধার করে জানাজা শেষে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

সাজেলের ফুপু সেলিনা আক্তার বলেন, সাজেল গতকাল বেলা ২টার দিকে নদীতে গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি। নদীতে জাল ফেলে অনেক খোঁজা হয়েছে, তবু পাওয়া যায়নি। আজ সকালে তার লাশ ভেসে ওঠে। সকাল ৯টায় জানাজা শেষে দাফনের জন্য বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল জানান, তিনি ঢাকায় আছেন। বিষয়টি তাঁর জানা নেই।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর বলেন, ঘটনাটি জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখা হবে।

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু