হোম > সারা দেশ > জামালপুর

সরিষাবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির ১০০ বস্তা চাল জব্দ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির ১০০ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ নিয়ে আজ সোমবার সকালে থানায় মামলা করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আওনা ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির (ভিজিএফ) সাড়ে ৪৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। তিন দিন ধরে চলে চাল বিতরণের কাজ। গত রোববার ছিল চাল বিতরণের শেষ দিন।

এদিকে একই ইউনিয়নের নাথেরপাড়া গ্রামের চাল ব্যবসায়ী জয়েন আলী এর মধ্য থেকে ১০০ বস্তা চাল কিনে বেশি দামে বিক্রির লক্ষ্যে মজুত করে রাখেন। খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তাঁর ঘর থেকে ১০০ বস্তা চাল জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আজ সোমবার জয়েন আলীকে আসামি করে থানায় মামলা করেছে।

এ ব্যাপারে পুলিশের উপপরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার বিকেলে উপজেলার আওনা ইউনিয়নের নাথেরপাড়া গ্রামে ব্যবসায়ী জয়েন আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় খাদ্যবান্ধব কর্মসূচির ১০০ বস্তা চাল জব্দ করা হয়। 

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, চাল উদ্ধারের পর থানায় মামলা করা হয়েছে।

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

মেলান্দহে কারখানায় গুলি, ককটেল বিস্ফোরণ

বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মনোনয়নবঞ্চিত কৃষক দল নেতা যোগ দিলেন ইসলামী আন্দোলনে

ঢাকায় গ্রেপ্তার নেতা-কর্মীদের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা যুবলীগ নেতার