হোম > সারা দেশ > জামালপুর

ইসলামপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ: ৭ মাসেও গ্রেপ্তার হয়নি কেউ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  

আসামি চার যুবক। ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলার সাত মাস পেরিয়ে গেলেও আসামি চার বন্ধুর কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কবে নাগাদ তাঁদের গ্রেপ্তার করা হবে, এ নিয়ে অনিশ্চয়তায় রয়েছে ভুক্তভোগীর পরিবার। তবে পুলিশের দাবি, খুব শিগগিরই আসামিদের গ্রেপ্তার করা হবে।

অভিযুক্ত আসামিরা হলেন মাহিন রহমান জুবাই, বাবু, রাকিব ও মাহফুজ। তাঁরা বন্ধু। মামলা হওয়ার পর থেকে আত্মগোপনে রয়েছেন।

ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, গত ২৬ জুন রাত ৮টার দিকে ইসলামপুর পৌর শহরের রৌহারকান্দা ব্রিজ এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায় ১৫ বছর বয়সী এক কিশোরী। একা পেয়ে ওই কিশোরীকে স্থানীয় একটি বাগানে ডেকে নিয়ে চার বন্ধু মিলে ধর্ষণ করেন। ওই ঘটনার তিন দিন পর গত ২৯ জুন ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত চারজনের নাম উল্লেখ করে ইসলামপুর থানায় মামলা করেন।

মামলাটি প্রথমে তদন্ত কর্মকর্তার দায়িত্ব পান ইসলামপুর থানার তৎকালীন তদন্ত (ওসি) এ কে এম মনিরুল ইসলাম। তিনি অন্যত্র বদলি হওয়ায় বর্তমানে মামলাটির তদন্ত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ।

ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, ‘আসামিদের গ্রেপ্তার করতে আমরা কাজ করছি।’

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত