হোম > সারা দেশ > জামালপুর

উদ্ধার রোহিঙ্গা যুবককে নিয়ে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের পথে ইসলামপুর থানার পুলিশ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে অচেতন অবস্থায় উদ্ধার মো. রুবেল (২২) নামের এক রোহিঙ্গা যুবককে পৌঁছে দিতে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের পথে ইসলামপুর থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে ইসলামপুর থানা কম্পাউন্ড থেকে উখিয়ার উদ্দেশে রওনা দেয় ইসলামপুর থানার পুলিশের একটি দল।

আজ শুক্রবার সকালে যোগাযোগ করা হলে ইসলামপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জাহাঙ্গীর মোবাইল ফোনে বলেন, ‘রোহিঙ্গা যুবক রুবেলকে পৌঁছে দিতে আমরা মাইক্রোবাসযোগে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে যাচ্ছি। রুবেলের কথা অস্পষ্ট হওয়ায় কিছুটা সমস্যা দেখা দিয়েছে। ক্যাম্পে পৌঁছার পর বলা যাবে, তিনি কোন ক্যাম্পের বাসিন্দা।’

ইসলামপুর থানা সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ইসলামপুর পৌরসভার মোশারফগঞ্জ এলাকায় ইসলামপুর-দেওয়ানগঞ্জ সড়কের পাশে অচেতন অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ইসলামপুর থানায় খবর দেয়। পরে ইসলামপুর থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। সুস্থ হলে তিনি নিজের নাম মো. রুবেল বলে জানান। তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের মুণ্ডুপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। বর্তমানে রোহিঙ্গা ট্রানজিট ক্যাম্প কক্সবাজারের কুতুপালংয়ে বসবাস করছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে রুবেল জানান, গত বুধবার কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে মো. শহিদ ও মো. রুমান নামের দুই রোহিঙ্গার সঙ্গে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় যাওয়ার পথে তাঁকে ইসলামপুরে একটি সড়কের পাশে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার আজকের পত্রিকাকে বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে সড়কের পাশে পড়ে থাকা অবস্থায় রুবেল নামের এক রোহিঙ্গা যুবককে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসা শেষে তাঁকে পৌঁছে দিতে রাত সাড়ে ১০টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের পথে পুলিশের একটি দল রওনা দিয়েছে।

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ, সড়ক অবরোধ