হোম > সারা দেশ > জামালপুর

বকশীগঞ্জে ঘরের তালা ভেঙে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, আটক ১ 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে ঘরের তালা ভেঙে বাসনা বেগম (৩০) নামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের বালুগাঁও গ্রামের নিজ ঘর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রহিদুর ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বিষয়টি নিশ্চিত করেন। 

বাসনা বেগম বগারচর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত বাদশা আলীর মেয়ে। আটক রহিদুর ইসলাম ধানুয়া কামালপুর ইউনিয়নের বালুগাঁও গ্রামের মৃত সামিউল হকের ছেলে। স্বামী মারা যাওয়ার পর থেকে বাসনা বেগম তাঁর ৮ বছর বয়সী মেয়েকে নিয়ে মায়ের সঙ্গে বালুগাঁও গ্রামে নানা মৃত নালু দেওয়ানির বাড়িতেই দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন।

ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি জানান, বাসনা বেগমের মা রশিদা বেগম তাঁকে জানিয়েছেন, মেয়ের ঘরের দরজায় তালা দেখে রাত ১০টার দিকে অন্যদের সাহায়তায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখন মেঝেতে মেয়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে তাঁকে খবর দেয়। তিনি ঘটনাস্থলে পৌঁছে বকশীগঞ্জ থানার পুলিশকে বিষয়টি জানান। রাত ১১টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, পরিবারের সদস্যরা স্থানীয় মেম্বারের উপস্থিতিতে তালা ভাঙে। খবর পেয়ে শুক্রবার রাতেই রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য জামালপুরের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। বিধবা বাসনা বেগমের খুনের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ, সড়ক অবরোধ