হোম > সারা দেশ > জামালপুর

সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবি, প্রধান আসামি গ্রেপ্তারে ৭২ ঘণ্টার সময়সীমা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি    

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবুর গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই মানববন্ধন হয়। এর আগে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময় বাবুর চাঁদাবাজি, ভূমিদস্যুতা, নিয়োগ-বাণিজ্য ও অন্যায়-অত্যাচারে অতিষ্ঠ থাকতেন ইউনিয়নের বাসিন্দারা। ৫ আগস্টের পর তাঁর বিরুদ্ধে দুটি নাশকতার মামলা হলেও তাঁকে গ্রেপ্তার করছে না পুলিশ। উল্টো এখনো মানুষকে নানাভাবে হয়রানি করছেন বাবু। এ সময় বাবুকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা, সহসভাপতি রাশেদুজ্জামান, ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনার আলী প্রমুখ।

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবুর গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। ছবি: আজকের পত্রিকা

জানা গেছে, ২০২৩ সালের ১৪ জুন রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বাবু চেয়ারম্যানের নেতৃত্বে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এরপর ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

মেলান্দহে কারখানায় গুলি, ককটেল বিস্ফোরণ

বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মনোনয়নবঞ্চিত কৃষক দল নেতা যোগ দিলেন ইসলামী আন্দোলনে

ঢাকায় গ্রেপ্তার নেতা-কর্মীদের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা যুবলীগ নেতার

ফেসবুকে সরব আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা

বকশীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

জামালপুরে নদীতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ২