হোম > সারা দেশ > জামালপুর

আটকের পর অসুস্থ আ.লীগ নেতাকে ছেড়ে দিল পুলিশ, হাসপাতালে ভর্তি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  

ইফতেখার আলম বাবলু। ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে আটকের পর অসুস্থ আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবলুকে ছেড়ে দিয়েছে পুলিশ। আজ শনিবার তাঁকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতে উপজেলার মোরাদাবাদের নিজবাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

ইফতেখার আলম বাবলু উপজেলার পাথর্শী ইউনিয়ন পরিষদের (ইউপি) টানা দুই মেয়াদে আওয়ামী লীগের মনোনয়নে চেয়ারম্যান নির্বাচিত হন। এ ছাড়া তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, আটকের পর ডিবি পুলিশের গাড়িতে ওঠানোর সময় ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাঁকে ছেড়ে দেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরিবারের লোকজন পার্শ্ববর্তী দেওয়ানগঞ্জ উপজেলা সদর থেকে বাড়িতে চিকিৎসক ডেকে এনে বাবলুকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে চিকিৎসকের পরামর্শে তাঁকে প্রথমে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার পরামর্শ দেন। রাতেই বাবলুকে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি ইবনে সিনা হাসপাতালের চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

বাবলুর ছেলে ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, ‘বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি ওপেন হার্ট সার্জারির রোগী। ডিবি পুলিশের একটি দল বাবাকে বাড়ি থেকে আটক করে গাড়িতে ওঠানোর সময় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বাবা ঢাকার ইবনে সিনা হাসপাতালের চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। বাবার নামে কোনো ধরনের মামলা নেই।’

জেলা ডিবি শাখা-২ এর ওসির দায়িত্ব থাকা উপপরিদর্শক (এসআই) শহিদুল আলম বলেন, ‘ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবলুকে আমরা তাঁর বাড়ি থেকে আটকের পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পরিবারের লোকজনের কাছে তাঁকে রেখে আসা হয়েছে।’

বাবলুর বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তাঁকে কেন আটক করা হয়েছিল; এমন প্রশ্নের জবাবে শহিদুল আলম বলেন, ‘ইউপি চেয়ারম্যান বাবলু মামলার এজাহারভুক্ত আসামি হওয়ার তথ্য পাওয়া যায়নি। সবকিছু সব সময় বলা যায় না। তবে কর্তৃপক্ষের নির্দেশনায় তাঁকে আটক করা হয়েছিল।’

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত