হোম > সারা দেশ > জামালপুর

খাল থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তোলার অভিযোগ

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে ভাগবাড়ী এলাকার হাড়ি খাল থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে ভাঙনের ঝুঁকিতে রয়েছে আশপাশের বসতবাড়িসহ ফসলি জমি। বালু উত্তোলন বন্ধ করতে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন ফরিদুল ইসলাম নামে এক স্থানীয় বাসিন্দা। তবে উপজেলা প্রশাসন বলছে, ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই খাল থেকে ৫ দিন ধরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন ঝাউগড়া এলাকার আনিছ ও বিল্লাল। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বালু উত্তোলন করা হচ্ছে। এভাবে বালু তোলায় ভাঙনের ঝুঁকিতে পড়েছে ফসলি জমি, বসত-বাড়ি। বালু উত্তোলনে নিষেধ করলে দেওয়া হচ্ছে উল্টো হুমকি। 

সরেজমিন দেখা গেছে, খালে ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলন। সেই বালু বিক্রিও করা হচ্ছে। গত বছরও বালু উত্তোলন করা হয় এই খাল থেকে। এখন খালপাড়ের ফসলি জমি ও বসতবাড়ি ভাঙনের শঙ্কায় রয়েছে। যেকোনো সময় ভাঙন ভয়াবহ রূপ ধারণ করবে। 

এ নিয়ে জানতে চাইলে অভিযোগকারী ফরিদুল ইসলাম বলেন, ‘গত বছরও একই জায়গায় মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হয়েছে। এতে আমার ৫ শতাংশ আবাদি জমি ধসে গেছে। এ বছর আবারও একই জায়গা থেকে বালু তোলা শুরু করেছে। এখন আমার বাড়িঘর সহ জমি ভাঙার আশঙ্কায় রয়েছে। খাল থেকে তাঁদের বালু তুলতে কয়েক বার না করেছি। তাঁরা এখন আমাদের উল্টো হুমকি দিচ্ছে।’ 

অন্যদিকে ড্রেজারের মালিক আনিছ বলেন, ‘কেনা জায়গা থেকে মাটি কাটছি। এখন কে কী অভিযোগ করল, না করল সেটা আমাদের দেখার বিষয় না।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞা বলেন, ‘ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত