হোম > সারা দেশ > জামালপুর

অপহরণের ১১ দিন পর কিশোরী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে ১০ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের ১১ দিন পর উদ্ধার করেছে র‍্যাব। গোপালগঞ্জের কাশিয়ানী থেকে অপহৃত কিশোরীকে উদ্ধারসহ অপহরণকারী ইয়ানভীর ইসলাম ইমরান ওরফে উৎসকে (২১) গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার দুপুরে ইমরানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। 

অপহরণকারী ইমরান সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের ধোপাদহ গ্রামের মৃত হাতেম গেমরার ছেলে। 

র‍্যাব ও পুলিশ উভয় সূত্র বলছে, সরিষাবাড়ী সালেমা খাতুন উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন ইমরান। রাজি না হওয়ায় ২ ফেব্রুয়ারি বিদ্যালয়ে যাওয়ার পথে ওই ছাত্রীকে অপহরণ করেন তিনি। তাকে জোরপূর্বক একটি অজ্ঞাত সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন ইমরান। পরে ওই ছাত্রীকে নিয়ে অপহরণকারী অজ্ঞাত স্থানে আত্মগোপন করেন। এ বিষয়ে ওই ছাত্রীর বাবা ১০ ফেব্রুয়ারি সরিষাবাড়ী থানায় একটি অপহরণ মামলা করেন। 

পরে র‍্যাব ও পুলিশের সমন্বয়ে মামলার ছায়াতদন্ত শুরু করা হয়। গতকাল শনিবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে অপহরণ মামলার প্রধান আসামি ইমরানকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত ওই ছাত্রীকেও উদ্ধার করে র‍্যাব। 

এ বিষয়ে জামালপুর র‍্যাব-১৪-এর সহকারী উপপরিদর্শক (এএসআই) মেজবাহ বলেন, গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। একই সময় অপহরণ মামলার প্রধান আসামিকেও গ্রেপ্তার করা হয়। পরে গতকাল শনিবার সন্ধ্যায় ওই দুজনকে সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ‘শনিবার গোপালগঞ্জের কাশিয়ানীতে র‍্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে অপহরণ মামলার আসামিকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করা হয়। পরে একই দিন সন্ধ্যায় সরিষাবাড়ী থানায় তাদের হস্তান্তর করা হয়। আজ রোববার ডাক্তারি পরীক্ষা শেষে ভিকটিমকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।’ 

সরিষাবাড়ী থানার পরিদর্শক মীর রকিবুল হক এ বিষয়ে বলেন, ‘অপহরণ মামলার আসামিকে আজ রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’ 

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত