হোম > সারা দেশ > জামালপুর

জামালপুর-২: প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী শাহীন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহীনুজ্জামান শাহীন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজ বৃহস্পতিবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

এর আগে ৩ ডিসেম্বর যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শফিউর রহমান তাঁর প্রার্থিতা বাতিল ঘোষণা করেন। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে সেখানেও প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রাখা হয়। এরপর তিনি হাইকোর্টে রিট করেন। 

আদালতে এসএম শাহীনুজ্জামান শাহীনের পক্ষে রিট শুনানি করেন ব্যারিস্টার এরশাদ, অ্যাডভোকেট মো. জুয়েল, অ্যাডভোকেট সামিউল ইসলাম, অ্যাডভোকেট এ এস এম রেজাউন প্রমুখ। 

স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের নেতা এসএম শাহীনুজ্জামান শাহীন আজকের পত্রিকাকে বলেন, ‘আজ হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পেয়েছি। মূলত এলাকাবাসীর দাবির প্রেক্ষিতেই প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেছিলাম। এখন নির্বাচনী প্রচারণা চালাব। প্রার্থিতা ফিরে পাওয়ায় এলাকাবাসী অনেক খুশি হয়েছে। আশা রাখি, ব্যাপক ভোটের ব্যবধানে আমরা বিজয় হব।’ 

এ বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী হাইকোর্টে তাঁর প্রার্থিতা ফেরত পেয়েছেন কি না, এ বিষয়ে অফিসিয়ালভাবে এখনো পর্যন্ত কোনো কাগজপত্র পাইনি।’ 

জামালপুর-২ (ইসলামপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। আরও প্রার্থী হয়েছেন ঢাকা বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি মো. শাহাজাহান আলী মণ্ডল (স্বতন্ত্র), জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জিয়াউল হক জিয়া (স্বতন্ত্র), জাতীয় পার্টির মনোনীত দলের প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ এবং তৃণমূল বিএনপি নেতা অ্যাডভোকেট মো. হোসেন রেজা বাবু।

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত