হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ

জামালপুর প্রতিনিধি

জামালপুরে স্ত্রীর শরীরে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় স্বামী প্রেমানন্দ ক্ষত্রিয় শোভনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলাম এই রায় ঘোষণা করেন। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মামলার আসামিপক্ষের আইনজীবী মো. দিদারুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা এই মামলায় ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। উচ্চ আদালতের আশ্রয় নিব।’ 

মামলা থেকে জানা গেছে, প্রেমানন্দ ক্ষত্রিয় শোভন জামালপুরের দেওয়ানগঞ্জের ইয়াসমিন আক্তারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে তিনি ধর্মান্তরিত হয়ে ২০১৫ সালে তাঁকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই শোভন স্ত্রীকে জমি লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। এ নিয়ে তাঁদের মধ্যে কলহ সৃষ্টি হয়। এর জেরে ২০২০ সালের ১ জুলাই রাতে স্ত্রীর গায়ে পেট্রল ঢেলে জ্বলন্ত চুলার ওপর ধাক্কা দিয়ে ফেলে দেন শোভন। এতে দগ্ধ হলে ইয়াসমিনকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালের ১৩ জুলাই মারা যান ইয়াসমিন। 

আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় ইয়াসমিনের বড় বোন হাজেরা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলায় ১৫ জনের সাক্ষীর ভিত্তিতে আসামি প্রেমানন্দ শোভনকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। 

নিহত ইয়াসমিন আক্তারের বাড়ি নেত্রকোনায় এবং শোভনের বাড়ি ময়মনসিংহে। চাকরি সূত্র ধরে তাঁরা জামালপুরের দেওয়ানগঞ্জে ভাড়া বাসায় বসবাস করতেন।

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু