হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে পিপির অপসারণ চেয়ে কার্যালয়ে বিএনপিপন্থী আইনজীবীদের তালা

জামালপুর প্রতিনিধি 

জামালপুর জেলা জজ আদালতের পিপির কার্যালয়ে বিএনপিপন্থী আইনজীবীদের তালা। ছবি: আজকের পত্রিকা

জামালপুর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আনিসুজ্জামান গামার অপসারণ চেয়ে তাঁর কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

আনিসুজ্জামানের বিরুদ্ধে নানা অভিযোগ এনে আজ বুধবার সকাল ১০টার দিকে জেলা আইনজীবী সমিতি ও আইনজীবী ফোরামের নেতারা তাঁর কক্ষে প্রতীকী তালা ঝুলিয়ে দেন। এ সময় কক্ষে থাকা তাঁর সহকারীদের বের করে দেওয়া হয়। পরে জেলা আইনজীবী সমিতির সামনে আনিসুজ্জামানের অপসারণের দাবি জানিয়ে বক্তব্য দেন আইনজীবীরা।

বক্তারা বলেন, দলীয় শৃঙ্খলাভঙ্গ, দুর্নীতি, অযোগ্যতাসহ নানা অভিযোগে পিপি আনিসুজ্জামানকে বারবার পদত্যাগ করার আহ্বান জানানো হয়। এরপরও তিনি পদত্যাগ না করায় আজ তাঁর কার্যালয় কক্ষে তালা দেওয়া হয়েছে। ভবিষ্যতে তিনি যদি পদত্যাগ না করেন, তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

জামালপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি গোলাম নবী বলেন, আনিসুজ্জামান আইনজীবী ফোরামের বাইরে ব্যক্তিগত তদবিরে পিপি হয়েছেন। তিনি নানা দুর্নীতিতে জড়িত গেছেন। তিনি বিরোধী দলের নেতাদের মামলায় টাকা নিচ্ছেন। তাঁর ব্যবহারও আপত্তিজনক।

জানতে চাইলে পিপি আনিসুজ্জামান বলেন, ‘আমি সরকারি নিয়োগপ্রাপ্ত। আমার কোনো দুর্নীতি নাই, অনিয়ম নাই। থাকলে সরকার দেখবে। কিন্তু গোলাম নবী পিপি হতে চেয়েছিল, মোবারক অতিরিক্ত পিপি হতে চেয়েছিল। পারে নাই, তারাই এ কাজগুলো করছে। ওরা মব সৃষ্টিকারী, ওরা এভাবে আদালতকে কুক্ষিগত করতে চায়।’

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত