হোম > সারা দেশ > জামালপুর

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় আহত আরও এক যুবকের মৃত্যু

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে গতকাল সোমবার পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে আহত হন তিন যুবক। আহত তিনজনকে উদ্ধার করে জামালপুর সদর নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়। পরে উন্নত অপর দুজনকে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। আজ মঙ্গলবার রাতে ৯ দিকে ঢাকা ইউনাইটেড হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

নিহত দুই যুবক হলেন, মেলান্দহ পৌরসভার কাজিপাড়া এলাকায় মাসুদ মিয়ার ছেলে কাউছার (২৮)। কাউছার পৌরসভা ছাত্রলীগের সদস্য ছিলেন। অপরদিকে একই এলাকায় হাজি কিসমত পাশার ছেলে উসমান গনি বিজয় পাশা (২৫)। তিনি মেলান্দহ পৌরসভার ছাত্রলীগের সভাপতি ছিলেন। আহত জাহিদ হাসান ওই এলাকার ছাত্রলীগের সদস্য। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, গত সোমবার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের ডেফলা ব্রিজ এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে কাউছার মারা যান। অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিজয় পাশার মৃত্যু হয়। 

মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনা ঘটনাটি শুনেছি, এখনো এই বিষয়ে কেউ অভিযোগ করেনি। 

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত