হোম > সারা দেশ > জামালপুর

কৃষিজমির মাটি ইটভাটায়, মালিককে লাখ টাকা জরিমানা

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলায় কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়া হচ্ছিল। এমন সময় ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম লুৎফর রহমান। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন। 

আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার চারাইলদার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার চারাইলদার এলাকার ইএলটি ব্রিকস নামের একটি ইটভাটার পাশে কৃষিজমির মাটি কেটে নিচ্ছিলেন ইটভাটার মালিকপক্ষ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাস্তা দিয়ে যাওয়ার পথে বিষয়টি দেখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

স্থানীয় কৃষকেরা জানান, ইটভাটার আশপাশের মাটিতে ইটভাটার কারণে ঠিকমতো চাষাবাদ হয় না। তা ছাড়া ইটভাটার আশপাশের জমিগুলো নেওয়ার জন্য ইটভাটার মালিকেরা ফন্দি পেতে থাকে। মোটা টাকার প্রলোভন দেখিয়ে জমিগুলো থেকে ইটভাটায় মাটি কেটে নিয়ে ইট তৈরি করছে। 

এ বিষয়ে ইউএনও লুৎফর রহমান বলেন, ‘রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এ সময় দেখি কৃষিজমির টপ সয়েল (উর্বর মাটি) কেটে নিচ্ছে ইটভাটার মালিকপক্ষ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত