হোম > সারা দেশ > জামালপুর

৫ মাস পর যমুনায় সার উৎপাদন শুরু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

গ্যাস-সংকটে পাঁচ মাস বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ী যমুনা সার কারখানার উৎপাদন শুরু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় পরীক্ষা-নিরীক্ষা শেষে সার উৎপাদন শুরু করে কারখানা কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯২ সালে উপজেলার তারাকান্দিতে যমুনা সার কারখানার উৎপাদন ক্ষমতা ছিল ১ হাজার ৭০০ টন। গ্যাসের চাপ কমে যাওয়ায় তা ১ হাজার ৩০০ টনে নেমে আসে। গত জুলাই মাসে গ্যাস-সংকট দেখা দেয়। গ্যাস সরবরাহ না পাওয়ায় ২১ জুলাই থেকে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে কারখানার শ্রমিক-কর্মচারীরা কর্মহীন হয়ে পড়েন। পরে সার কারখানায় গ্যাস সরবরাহের দাবিতে কারখানার প্রধান ফটক অবরোধ করে দফায় দফায় মানববন্ধন, বিক্ষোভসহ প্রতিবাদ সমাবেশ করে শ্রমিক-কর্মচারীরা। রেশনিং পদ্ধতিতে হলেও গ্যাস সরবরাহের মাধ্যমে সার কারখানা চালুর জোর দাবি জানান তাঁরা। 

যমুনা সার কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, ‘গ্যাস-সংকটে যমুনার সার উৎপাদন বন্ধ রয়েছে। গ্যাস সরবরাহের দাবিতে শ্রমিক-কর্মচারীরা দফায় দফায় নানা কর্মসূচি পালন করেন। দীর্ঘদিন বন্ধ থাকায় কারখানার বিভিন্ন মূল্যবান যন্ত্র ও যন্ত্রাংশ বিনষ্ট হয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। আজ সন্ধ্যায় যমুনার উৎপাদন শুরু হওয়ায় কারখানাসংশ্লিষ্ট সবার মুখে হাসি ফোটে। সার উৎপাদনের ফলে নানা সংকট কেটে গেছে।’ 

এ ব্যাপারে জানতে চাইলে যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শহীদুল্লাহ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রশাসনিক সভা নিয়ে ব্যস্ত আছেন।

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত