হোম > সারা দেশ > জামালপুর

সরিষাবাড়ীতে বন্ধ পাটকল চালুর দাবি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

পাট কল চালুর দাবিতে মানববন্ধন । ছবি: আজকের পত্রিকা

জামালপুরের সরিষাবাড়ীতে বন্ধ হয়ে যাওয়া পাটকল চালুসহ বেকার শ্রমিকদের কর্ম সংস্থানের দাবি জানিয়েছেন পাটকল শ্রমিকেরা। আজ রোববার সকালে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন সরিষাবাড়ী-ভুয়াপুর প্রধান সড়কে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানান ভুক্তভোগী শ্রমিকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৬৭ সালে উপজেলার মাইজবাড়ীতে আলহাজ জুট মিল প্রতিষ্ঠিত হয়। এ মিলে পাটের তৈরি বস্তা, ব্যাগ, ও কার্পেটের সুতা তৈরি করা হত। এ জুট মিলে প্রায় ৩ হাজারের অধিক শ্রমিক কাজ করত। দৈনিক প্রায় ১৫ মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদন করা হত।

২০১৮ সালের ২০ জুলাই মাসে লোকসান ও ঋণের বোঝা মাথায় নিয়ে পূর্ব ঘোষণা ছাড়াই মিলটি বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। ফলে এ মিলের শ্রমিকরা বেকার হয়ে পড়েন। খুব দ্রুত এ জুটমিলটি চালুর দাবি জানান তারা।

এতে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, উপজেলা বিএনপির আহবায়ক আজিম উদ্দিন আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম তালুকদার, আলহাজ্ব জুটমিল শ্রমিক দলের সভাপতি বাবর আলী, সাধারণ সম্পাদক কামরুল হাসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু