হোম > সারা দেশ > জামালপুর

সাত দিন ঘুরেও সার পাননি কৃষকেরা, জামালপুরে সড়ক অবরোধ

জামালপুর প্রতিনিধি

জামালপুর সদর উপজেলার নান্দিনায় সার না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। তাঁদের অভিযোগ, সার কিনতে এসে পাচ্ছেন না। সাত দিন ধরে এ অবস্থা চলছে। আজ সোমবার নান্দিনা বাজারে ডিলারের দোকানে এসে সার না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। বেলা ১০টার দিকে নান্দিনা বাজার এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে কৃষকেরা বিক্ষোভ করেন।

অবরোধের খবর পেয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে যান। কৃষকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন।

লক্ষ্মীরচর ইউনিয়নের কৃষক জিয়াউল হক জানান, সাত দিন ধরে ঘুরছেন। কোনো ডিলারের কাছে সার পাচ্ছেন না। কৃষি অফিসের কর্মকর্তারা না এলে সার দেওয়া হবে না বলে টালবাহানা করছেন ডিলারেরা। বাধ্য হয়ে বাইরে থেকে বেশি দামে সার কিনতে হচ্ছে।

আজ নান্দিনা বাজারে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ডিলার মেসার্স শাহজাহান অ্যান্ড ব্রাদার্স থেকে সার বিক্রি করার কথা। কৃষকেরা সার নিতে আসলে সার না পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

কৃষকদের অভিযোগ, খোলা বাজারে সার পাচ্ছেন না, ডিলারেরা তাঁদের বন্ধু-বান্ধবদের মাধ্যমে রাতের আঁধারে সার দিয়ে দেওয়া হয়। ঘোড়াকান্দা এলাকার কৃষক সাইদুর রহমান বলেন, ‘প্রচণ্ড খরায় এমনিতেই আবাদ পিছিয়ে গেছে। সার না পেলে না খেয়ে থাকতে হবে। আমরা কৃষকেরা দ্রুত খোলা মাঠে সার দেওয়ার দাবি জানাই।’

এ ব্যাপারে জানতে চাইলে নান্দিনা বাজারের ডিলার হায়দার আলী বলেন, ‘সার আসতে কিছু সময় লাগছে। গতকাল সার এসেছে, আজ দিচ্ছি। বিভিন্ন এলাকা থেকে কৃষকেরা সংবাদ পেয়ে গোণ্ডগোল সৃষ্টি করছে।’

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরাণ বলেন, ‘এরই মধ্যে বিসিআইসির ডিলার সবাইকে নির্দেশনা দিয়েছি প্রান্তিক কৃষকদের সার পৌঁছে দেওয়ার জন্য। আজ রানাগাছায় সার বিতরণ শুরু হবে।’

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপির সেই নেতা হলেন ইসলামী আন্দোলনের প্রার্থী

জামালপুরের ৫টি আসন: কোন্দলে ভুগছে বিএনপি

বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক

যে দেশে পুলিশ করাপ্টেড, সেই দেশের জনগণ করাপ্টেড: ইসলামপুর থানার ওসি

ইসলামপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের তিন নেতা আটক

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে সড়ক অবরোধ-বিক্ষোভ

র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত