হোম > সারা দেশ > সিলেট

প্রেমের টানে ফিলিপিনো তরুণী হবিগঞ্জে

হবিগঞ্জ প্রতিনিধি

প্রেমের সম্পর্ককে সার্থক করতে সুদূর ফিলিপাইন থেকে জুবেলিন নামে এক তরুণী এখন হবিগঞ্জের মাধবপুরে। শুধু তাই নয়, এরই মধ্যে ধর্মান্তরিত হয়ে নাম পরিবর্তন করে জুবেলিন থেকে জান্নাত রহমান হয়েছেন। বিয়েও করেছেন প্রেমিক আশিকুর রহমান মিশুকে। 

এ খবর ছড়িয়ে পড়ার পর বিদেশি বধূকে দেখতে আশিকুরের বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা। আশিকুর রহমান মিশু কাতারপ্রবাসী। তিনি মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর কামারহাটি গ্রামের স্কুলশিক্ষক লুৎফুর রহমানের ছেলে। 

খোঁজ নিয়ে জানা যায়, ফিলিপিনো তরুণী জুবেলিন কাতারে চাকরি করতেন। সেই সুবাদে পাঁচ বছর আগে প্রবাসী আশিকুর রহমান মিশুর সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁরা প্রেমে জড়িয়ে যান। সম্প্রতি মিশু দেশে চলে এলে ওই তরুণী খবর পেয়ে বাংলাদেশে ছুটে আসেন। গত ৪ মার্চ আশিকুরের গ্রামের বাড়ি আসেন তিনি। ৫ মার্চ (মঙ্গলবার) হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে অ্যাফিডেভিটের মাধ্যমে বিয়ে করেন তাঁরা। এর আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করেন। 

মিশুর চাচা আমিনুল ইসলাম সুমন বলেন, অন্য সব বিয়ের চেয়ে এটি ছিল ভিন্ন। বিদেশি নববধূকে দেখতে মানুষের ভিড় লেগেই আছে। পরিবার বলছে, ছেলের সুখেই তাঁরা খুশি। ভিনদেশি মেয়ে ছেলেকে ভালোবেসে হাজার মাইল দূর থেকে এসেছেন। বউয়ের মর্যাদা দিয়েই তাঁকে রাখবেন তাঁরা।

তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা, বাইরে কুড়াল নিয়ে ঘুরছিল কিশোর

প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

চাঁদাবাজির অভিযোগ, বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি