হোম > সারা দেশ > সিলেট

জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

হবিগঞ্জ প্রতিনিধি

জলবায়ু সুরক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণ ও জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি জানিয়েছেন তরুণ জলবায়ু কর্মীরা। ৩ মার্চ বৈশ্বিক জলবায়ু ধর্মঘট কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে হবিগঞ্জ শহরের আরডি হল প্রাঙ্গণে জলবায়ু পদযাত্রা শেষে এক সভা থেকে তাঁরা এই দাবি জানান। 

জলবায়ু কর্মীরা জানান, সুইডিস জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গের গড়ে তোলা আন্দোলন ফ্রাইডেস ফর ফিউচারের বাংলাদেশ গ্রুপ ও ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এই জলবায়ু কর্মসূচির আয়োজন করে। এ সময় তাঁরা নানা ধরনের দাবি সংবলিত প্ল্যাকার্ড হাতে কর্মসূচিতে অংশ নেন। 

এ সময় ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস হবিগঞ্জ জেলার সমন্বয়কারী নাওফাত আদিবাহ্ ইবশার বলেন, ‘বাংলাদেশ তো জলবায়ুর ক্ষতির কারণ নয় তাহলে কেন বাংলাদেশের মানুষ এত ভুক্তভোগী হবে? আমাদের সবাইকে এখনই জলবায়ুর সুবিচার আদায়ে সোচ্চার হতে হবে।। উন্নত বিশ্ব যারা জলবায়ু দুর্যোগজনিত ক্ষয়-ক্ষতির কারণ তাঁদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে হবে।’ 

কর্মসূচিতে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। এর প্রভাবে এখানকার জীবন-জীবিকা ক্রমেই পাল্টে যাচ্ছে। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে।’

প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

চাঁদাবাজির অভিযোগ, বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার