হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি

২১ বছর পর হবিগঞ্জে ব্যবসায়ী হারুন মিয়া হত্যা মামলায় সাতজনের ফাঁসি ও ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার হবিগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আজিজুল হক এ রায় প্রদান করেন। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২২ জনকে খালাস দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) সালেহ আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘হবিগঞ্জ সদর উপজেলার হুরগাঁও গ্রামের হারুন আহমেদ ও মিলন মিয়ার স্বজনদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। ২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি হারুন মিয়া ও তার কয়েকজন স্বজনকে রাস্তায় একা পেয়ে প্রতিপক্ষের লোকেরা অতর্কিত হামলা চালায়।

ওই হামলায় হারুন আহমেদের মৃত্যু হয়। এ ঘটনার পরদিন নিহতের ছোট ভাই সুমন আহমেদ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ৪৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। মামলায় ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে দীর্ঘ ২১ বছর পর আদালত এই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় মামলার সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।

প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

চাঁদাবাজির অভিযোগ, বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার