হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে ডাকাতের হামলায় বিএনপি নেতার মৃত্যু, গ্রেপ্তার ৫

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় পাঁচ ডাকাত গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাতের হামলায় বিএনপি নেতা মহসিন মিয়া নিহত হওয়ার ঘটনায় মামলায় সন্দেহভাজন পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার এসআই কাউছার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর উপজেলার সুন্দরপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এর আগে উলুকান্দি গ্রাম থেকে আরও একজনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাধবপুর উপজেলার বাখরনগর গ্রামের জমির আলীর ছেলে ফয়সাল মিয়া (৩২), মানিকপুর গ্রামের শাহ আলম মিয়ার ছেলে রুবেল আহমদ রনি (২৬), সুন্দরপুর গ্রামের আছদ্দর আলীর ছেলে জয়নাল মিয়া (৪২), একই গ্রামের দুবাই মিয়ার ছেলে জালাল মিয়া ওরফে স্প্রিং জালাল (৩২) ও চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের ইদ্রিছ আলীর ছেলে রুহুল আমিন (২৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার সুন্দরপুর এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় ডাকাতেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে আক্রমণের চেষ্টা করলে পুলিশ তাঁদের ঘেরাও করে আটক করে।

এর আগে ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের থানার কাছে বিএনপির দুই নেতা ডাকাতের কবলে পড়েন। তাঁদের হামলায় বিএনপি নেতা ও ব্যবসায়ী মহসিন মিয়া নিহত হন। এ ঘটনায় ৫ ফেব্রুয়ারি রাতে শায়েস্তাগঞ্জ থানার এসআই তাজুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেছেন।

প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

চাঁদাবাজির অভিযোগ, বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার