হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে পাসপোর্ট করতে এসে দালালসহ ধরা রোহিঙ্গা তরুণী

হবিগঞ্জ প্রতিনিধি

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের এক তরুণী হবিগঞ্জে পাসপোর্ট করতে এসে ধরা পড়েছেন। একই সঙ্গে দালালের করা তথ্যের ভিত্তিতে হবিগঞ্জের এক যুবককেও আটক করা হয়। আজ রোববার দুপুরে হবিগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসে তাঁরা দুজন আটক হন।

আটক রোহিঙ্গা তরুণী রোজিনা আক্তার রোকেয়া (১৯) কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের আজিম উল্লা নামের এক ব্যক্তির স্ত্রী। আর দালালির অভিযোগে আটক আমানুর রশীদ মাহী (২৬) হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার হারুন মিয়ার ছেলে।

হবিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রোজিনা আক্তার ও আমানুর রশীদ মাহীকে আটক করা হয়েছে। পাসপোর্ট অফিস থেকে এই দুজনের বিরুদ্ধ মামলা করা হয়েছে। এখন আদালতে সোপর্দ করা হবে।

কার্যালয়টির সহকারী পরিচালক মো. বজলুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, পাসপোর্ট করার জন্য ভুয়া পরিচয়পত্র ও ঠিকানা ব্যবহার করেছিলেন রোহিঙ্গা তরুণী রোকেয়া আক্তার। কিন্তু তাঁকে সন্দেহ হওয়ায় আটক করা হয়। তারপর জিজ্ঞাসাবাদ করা হলে ভুয়া তথ্য দিয়ে পাসপোর্ট করার কথা স্বীকার করেন রোকেয়া।

এই কর্মকর্তা আরও বলেন, হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করেন।

প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

চাঁদাবাজির অভিযোগ, বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার