হোম > সারা দেশ > হবিগঞ্জ

নবীগঞ্জে প্রাইভেটকারের চাপায় নিহত ১, আহত ৬ 

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রাইভেটকার চাপায় হেলাল মিয়া (২৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে।

আজ শনিবার দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল মিয়া বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের অমৃতা গ্রামের মৃত নামদার মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের অমৃতা গ্রামের নিজ বাড়ি থেকে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর যাচ্ছিলেন হেলাল মিয়া। পথে বড়চর পয়েন্ট ঢাকা-সিলেট মহাসড়ক পারাপার হওয়ার সময় ঢাকা থেকে সিলেটগামী দ্রুতগতির একটি প্রাইভেটকার তাঁকে চাপা দেয়। এ সময় প্রাইভেটকারের পেছনে থাকা গরু বোঝাই একটি পিকআপ ভ্যান হেলালকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে মারাত্মকভাবে ধাক্কা লাগে। এ ঘটনায় হেলাল মিয়া ও পিকআপ ভ্যানের চালকসহ ছয়জন গুরুতর আহত হন। পরে হেলালকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যান্য আহতদের পরিচয় জানা যায়নি। তাঁদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। 

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার

হবিগঞ্জে কৃষিজমির টপসয়েল কেটে অবাধে বিক্রি, পরিবেশ ও উৎপাদন হুমকিতে

হাদি হত্যা: হবিগঞ্জে পত্রিকা অফিসে হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর

হবিগঞ্জে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক