হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে হাঁস আখের চারা খেয়ে ফেলায় সংঘর্ষ, আহত ২০

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জে হাঁস আখের চারা খেয়ে ফেলা নিয়ে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন ২০ জন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আজ শুক্রবার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাঁশের গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, উপজেলার বাঁশের গ্রামের কাছন মিয়ার সঙ্গে প্রতিবেশী সোনা মিয়ার বিভিন্ন বিষয় নিয়ে পূর্ববিরোধ ছিল। আজ দুপুরে সোনা মিয়ার একটি হাঁস কাছন মিয়ার আখগাছ খেয়ে ফেলে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। 

ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হন। আহতদের মধ্যে সত্তার মিয়া (৪০), শাহজাহান (৩৫) ও ছুরুক মিয়াকে (৪৫) আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। 

এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, হাঁস আখের গাছ খেয়ে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এঁদের মাঝে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেননি।

প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

চাঁদাবাজির অভিযোগ, বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার