হোম > সারা দেশ > সিলেট

বাহুবলে জমি নিয়ে সংঘর্ষ ও অগ্নিসংযোগ, নিহত ২

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: 

হবিগঞ্জের বাহুবলে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে কামারগাঁওয়ে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।  

নিহতরা হলেন ওই গ্রামের চেরাগ আলী মহালদারের ছেলে ইউসুফ মিয়া (৪০) ও হাছন আলীর ছেলে উস্তার মিয়া (৪২)। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে রাত ১২টার দিকে উভয় পক্ষের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। স্থানীয়দের দাবি, জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত হয়।  

সংঘর্ষে আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, জমির সীমানা নির্ধারণ নিয়ে কামারগাঁও গ্রামের আবরু মিয়ার ছেলে ফারুক মিয়া ও তাঁর লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের চেরাগ আলী মহালদারের ছেলে ইউসুফ আলীর বিরোধ চলে আসছিল। এ নিয়ে মাসখানেক আগে উভয় পক্ষে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে ইউসুফ মিয়া ও তাঁর ভাই লিয়াকত আলীর বিরুদ্ধে ফারুক মিয়া মামলা দায়ের করেন। এ মামলায় গত ২১ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত থেকে তাঁরা জামিনে বের হন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যায় পুনরায় উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। রাত ১০টার দিকে ইউসুফ মিয়া ও উস্তার মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ইউসুফ মিয়া, উস্তার মিয়া, আতাউর মিয়া, সোলেয়মান আহমেদ, হাছন আলী, শহীদ মিয়া, কালা মকসুদসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহতদের হবিগঞ্জ হাসপাতালে নেওয়া হলে ইউসুফ মিয়া ও উস্তার মিয়ার মৃত্যু হয়। 

এদিকে মধ্যরাতে দুজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন একে অপরের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও ব্যাপক অগ্নিসংযোগ করেছে বলে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। 

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) আবুল খয়ের জানান, সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাঁদের লাশ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

চাঁদাবাজির অভিযোগ, বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার