হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে নদীর দখল রোধে ছবি এঁকে প্রতিবাদ

সহিবুর রহমান, হবিগঞ্জ

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস  উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), খোয়াই রিভারকিপার ও হবিগঞ্জ আর্ট অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের উদ্যোগে নদী দখল ও দূষণ রোধে ছবি এঁকে প্রতিবাদ করেছেন চিত্র শিল্পীরা। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ শহরে ছবি আঁকা কর্মসূচির উদ্বোধন করেন বাপার জেলা শাখার সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ। 

হবিগঞ্জ শহরের সাইফুর রহমান টাউন হল সংলগ্ন দেয়ালে ২০ জন চিত্রশিল্পী ছবি আঁকা শুরু করেন। প্রায় চার ঘণ্টায় ৩০ ফুটের দেয়ালে তাঁদের তুলির আঁচড়ে খোয়াই সুতাংসহ জেলার নদী দখল ও দূষণের ভয়াবহ চিত্র ফুটে ওঠে। 

এ সময় বাপার হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, ‘হবিগঞ্জে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা কলকারখানার অপরিশোধিত বর্জ্য নিক্ষেপের ফলে নদ-নদী, খাল, জলাশয়গুলো দূষিত হচ্ছে। দিনের পর দিন দূষণের মাত্রা বেড়েই চলেছে।’ 

সুতাং নদীর পানি ব্যবহারকারীরাও পড়েছেন স্বাস্থ্যঝুঁকিতে। নদী ও হাওরে দেশি প্রজাতির মাছ প্রজনন ক্ষমতা হারাচ্ছে। অথচ অনিয়ন্ত্রিত শিল্পবর্জ্য দূষণ রোধে দায়িত্বশীলরা ভূমিকা নিচ্ছেন না বলে দাবি তোফাজ্জলের। 

বাপার জেলার শাখার সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ বলেন, ‘উজানে ভারত সরকারের পানি সমীকরণ, দেশের অভ্যন্তরে দখল-দূষণ ও খনন না হওয়ায় খোয়াই নদী ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিতি পেয়েছে। বর্ষা মৌসুমে মানুষকে বন্যা আশঙ্কায় আতঙ্কে থাকতে হয়। অনিয়ন্ত্রিত এবং অপরিকল্পিত বালু মাটি উত্তোলনের ফলে নদীর তীর ঝুঁকিতে থাকে।’ 

হবিগঞ্জের পুরোনো খোয়াই নদীর চিত্র তুলে ধরে বিশিষ্ট সাহিত্যিক তাহমিনা বেগম গিনি বলেন,   ‘পুরোনো খোয়াই নদীর চিত্র রীতিমতো আঁতকে ওঠার মতো। নদীর বেশির ভাগ দখল-দূষণের শিকার হয়েছে। বর্ষা মৌসুমে পুরোনো খোয়াই নদী ভরাট হয়ে যাওয়ার ফলে শহরে দেখা দেয় জলাবদ্ধতাসহ কৃত্রিম বন্যা।’ 

হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল বলেন, ‘সোনাই নদীর বুকে গড়ে উঠেছে বিশাল স্থাপনা। যা অবশ্যই নদীর প্রবাহকে বাধাগ্রস্ত করছে। নদী ভরাট কিংবা কোনো এতে স্থাপনা নির্মাণ করা জাতীয় স্বার্থের পরিপন্থী। নদীর বুকে স্থাপনাকে প্রাধান্য না দিয়ে, সোনাই নদীকে বাঁচাতে হবে।’

প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

চাঁদাবাজির অভিযোগ, বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার