হোম > সারা দেশ > সিলেট

জাল ভোট দেওয়ায় বাহুবলে যুবকের ১ বছরের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবলে জাল ভোট দিতে গিয়ে স্কুলছাত্রসহ তিনজন আটক হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার কামাইছড়া চা-বাগান কেন্দ্রে জাল ভোট দিতে গেলে তাদের আটক করা হয়। এর মধ্যে দুর্জয় কর্মকার (২৪) নামের একজনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দুর্জয় বালুছড়া চা-বাগানের বাসিন্দা প্রদীপ কর্মকারের ছেলে। আটক অন্য দুজন কিশোর। তাদের বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে। তারা স্থানীয় নতুন বাজারের শাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল আলীম।

অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জাল ভোট দিতে গিয়ে আটক দুই শিশুর বিরুদ্ধে শিশু আইনে ব্যবস্থা নেওয়া হবে। অপরজনকে ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ড দিয়েছেন। তাদের বাহুবল থানায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের পেশকার রামেন্দ্র দাশ আজকের পত্রিকাকে বলেন, সকাল ১০টার দিকে কামাইছড়া চা-বাগান কেন্দ্রে কয়েকজন শিশু জাল ভোট দিতে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুসহ তিনজনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত একজনকে সাজা দিয়ে দুই শিশুকে থানায় পাঠান। অপর দুজনের বিরুদ্ধে শিশু আইনে ব্যবস্থা নেওয়া হবে।

তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা, বাইরে কুড়াল নিয়ে ঘুরছিল কিশোর

প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

চাঁদাবাজির অভিযোগ, বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি