হোম > সারা দেশ > হবিগঞ্জ

তিন ভাই মিলে বড়ভাইকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইকে কুপিয়ে হত্যা করেছে ছোট তিন ভাই। আজ শুক্রবার বেলা ৩টার দিকে সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের সুখচর গ্রামের এ ঘটনাটি ঘটে। 

নিহত শাহজাহান মিয়া (৩৫) ওই গ্রামের মৃত মহরম আলী ছেলে। 

পুলিশ বলছে, শাহজাহান মিয়ার সঙ্গে তাঁর চাচাতো ভাই আছকির মিয়া ও বিল্লাল মিয়ার জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে দুই মাস আগে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শাহজাহান মিয়ার হামলায় তাঁর চাচা কুদ্দুস মিয়া নিহত হন। বাবার হত্যার পর আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন আছকির মিয়া ও বিল্লাল মিয়া। তাদের পক্ষ নেন শাহজাহান মিয়ার আপন ছোট ভাই জয়নাল মিয়া। এরই জেরে শুক্রবার বাড়ির পার্শ্ববর্তী রাস্তায় একা পেয়ে শাহজাহান মিয়াকে কুপিয়ে হত্যা করেন আছকির, বিল্লাল ও জয়নাল। 

খবর পেয়ে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলি ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনাস্থল পরিদর্শন করেন। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ছাড়া ঘাতকদের আটকে অভিযান চালানো হচ্ছে।’ 

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার

হবিগঞ্জে কৃষিজমির টপসয়েল কেটে অবাধে বিক্রি, পরিবেশ ও উৎপাদন হুমকিতে

হাদি হত্যা: হবিগঞ্জে পত্রিকা অফিসে হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর

হবিগঞ্জে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ১৪৪ ধারা জারি

দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার, ছিটকে পড়ে নিহত ১

হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

খাঞ্জা বিল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

পরকীয়ার সন্দেহে ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হবিগঞ্জে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত