হোম > সারা দেশ > গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের পদ পাওয়া সেই রাজকে অব্যাহতি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

ছাত্রদলের কমিটিতে যুগ্ম আহ্বায়কের পদ পাওয়া রাজ তালুকদার ও তাঁর ফেসবুক পোস্ট। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি সম্পর্কে অবগত না থেকেও যুগ্ম আহ্বায়কের পদ পাওয়া সেই রাজ তালুকদারকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ও সদস্যসচিব আব্দুর রহিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডুমুরিয়া ইউনিয়ন শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রেজোয়ান রহমান রাজ তালুকদারকে যুগ্ম আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেওয়া হল। সেই সঙ্গে দলের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার কয়েক ঘণ্টা পর ব্যক্তিগত ফেসবুক আইডিতে রাজ তালুকদার লেখেন, ‘আসসালামু আলাইকুম, আমি রাজ তালুকদার। আজকে ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে, সেখানে আমাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। ওই কমিটি সম্পর্কে আমি অবগত নই। আমি আগেও কোনো রাজনীতির সঙ্গে ছিলাম না, ভবিষ্যতেও থাকব না।’

জানতে চাইলে রাজ তালুকদার বলেন, ‘আমি ছাত্রদলের পদ কোনো সিভি জমা দেইনি। আমরা নামে কেউ সিভি জমা দিয়ে থাকতে পারে। আগে আমি রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না, আর ভবিষ্যতে রাজনীতির সঙ্গে থাকব না। এটিই আমরা বক্তব্য।’

এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন জানান, রাজ ছাত্রদলের কমিটিতে পদ পেতে আমার কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছিল। তাকে ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়। পদ পাওয়ার পর ফেসবুকে দেওয়া স্ট্যাটাস দলীয় শৃঙ্খলাপরিপন্থী। তাই তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পদত্যাগের ঘোষণা দেওয়ার ২ ঘণ্টা পরই গ্রেপ্তার যুবলীগ নেতা

মুকসুদপুরে পাটের গুদামে অগ্নিকাণ্ড

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫০ নেতার পদত্যাগ

টুঙ্গিপাড়ায় শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, ১৫ হাজার টাকা জরিমানা

শৈত্যপ্রবাহে কাঁপছে গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যুর অভিযোগ

মুকসুদপুরে উপজেলা আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন

সবজি গ্রামে শীতকালীন চাষে ব্যস্ত গোপালগঞ্জের কৃষকেরা

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০