হোম > সারা দেশ > গোপালগঞ্জ

সেই শিক্ষকের বরখাস্ত প্রত্যাহার চায় প্রাথমিক শিক্ষক সমিতি  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গোপালগঞ্জ সদর উপজেলার ২৮ নং উরফি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কান্তি বিশ্বাসকে ম্যানেজিং কমিটির সভাপতির লোকজন ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক মারধরের ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে প্রতিবাদ জানানোর পাশাপাশি মনোজ কান্তি বিশ্বাসের সাময়িক বরখাস্ত স্থগিতসহ শিক্ষকদের নানান জটিলতা নিরসনের দাবি জানান।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান বলেন, বিদ্যালয়ের উন্নয়নকাজের ভাগ না দেওয়ায় প্রধান শিক্ষক মনোজ কান্তি বিশ্বাসকে ৩ ও ৫ অক্টোবর দুই দফায় লাথি, ঘুষি মেরে অমানুষিক নির্যাতন করে হাসপাতালে পাঠানো হয়েছে। শিক্ষক দিবসে উপজেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র রায় জাতির বিবেক শিক্ষকের গায়ে লাথি দিয়ে সব শিক্ষককে অপমান করেছেন। মারধর করেই তাঁরা ক্ষান্ত হননি, তড়িঘড়ি করে মনোজ কান্তি বিশ্বাসকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে মিথ্যা প্রতিবেদন তৈরি করে সাময়িক বরখাস্ত করেছেন। 

৩ অক্টোবর মনোজ কান্তি দাসের সন্তানের জন্ম হওয়ায় সেদিন বিদ্যালয় ছুটির আগেই স্ত্রী ও সন্তানকে দেখতে হাসপাতালে ছুটে যান জানিয়ে আতিকুর রহমান বলেন, 'স্কুল ছুটির পর ৪টা ১২ মিনিটে সহকারী উপজেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র রায় বিদ্যালয়ে আসেন। এসে তিনি মনোজ কান্তি বিশ্বাসকে ফোন করে ডেকে আনেন। মনোজ কান্তি বিশ্বাস বিদ্যালয়ে আসামাত্রই গৌতম চন্দ্র রায় তাঁকে লাথি, কিল, ঘুষি মারতে থাকেন।'

বক্তারা জানান, ৩ অক্টোবরের পর ৫ অক্টোবর শিক্ষক দিবসে আবারও তাকে বেধড়ক মারধর করেছেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির লোকজন। শিক্ষক দিবসে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর এমন হামলা ন্যক্কারজনক, হৃদয়বিদারক এবং চরম অমানবিক। 

সংবাদ সম্মেলন থেকে বক্তারা গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে প্রত্যাহারসহ দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, প্রধান শিক্ষক মনোজ কান্তি বিশ্বাসের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার, প্রাথমিকের ক্যাডার সার্ভিস সৃষ্টি করে সহকারী ও প্রধান শিক্ষকদের এন্ট্রি পদ ধরে শতভাগ পরিচালক পর্যন্ত পদোন্নতি চালু, প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড প্রদান, প্রধান শিক্ষকদের টাইম স্কেলের জটিলতা নিরসন, চলতি দায়িত্বে কর্মরত প্রধান শিক্ষকদের পদোন্নতি স্থায়ীকরণ, প্রাথমিক শিক্ষকদের জ্যেষ্ঠতার জটিলতা নিরসনের দাবি জানান।

সংবাদ সম্মেলন থেকে ১৭ নভেম্বর সব উপজেলা চত্বরে বিক্ষোভ জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং ১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান কর্মসূচির ঘোষণা দেন বক্তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান, সহসভাপতি আছমা খানম, বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের সভাপতি মো. সিদ্দিকুর রহমান, প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. মিজানুর রহমান প্রমুখ।

টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যুর অভিযোগ

মুকসুদপুরে উপজেলা আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন

সবজি গ্রামে শীতকালীন চাষে ব্যস্ত গোপালগঞ্জের কৃষকেরা

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

গোপালগঞ্জে আদালতপাড়ায় দুটি ককটেল বিস্ফোরণ

একই বংশের দুই নেতা দুই দল থেকে এমপি প্রার্থী

বাদীর আইনজীবীর হাত-পা ভাঙার হুমকি, গোপালগঞ্জের সেই এসআইয়ের বিরুদ্ধে দুই মামলা

কোটালীপাড়ায় এক রাতে ২টি এজেন্ট ব্যাংকসহ ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি

ফেসবুকে ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় সমন্বয় কমিটি গঠন এনসিপির

চাকরি দিতে ঘুষ নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে