হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে বহুতল ভবন থেকে লাফিয়ে পড়া তরুণীর পরিচয় মিলেছে

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ শহরের আটতলাবিশিষ্ট ইউনুস টাওয়ারের ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা যাওয়া তরুণীর পরিচয় মিলেছে। নিহতের নাম জোবাইদা খানম (২০)। তিনি গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী ও পার্শ্ববর্তী নড়াইল জেলার নড়াগাতি থানার পানিপাড়া এলাকার মিসকাত মোল্লার মেয়ে। জোবাইদা তার মা, বাবা ও ভাইয়ের সঙ্গে গোপালগঞ্জ শহরতলির ঘোষেরচর এলাকার ফরিদা বেগমের বাড়িতে ভাড়া থাকতেন। 

জোবাইদার বাবা মিসকাত মোল্লার বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান জানান, ছেলে-মেয়ের লেখা পড়া করানোর জন্য পরিবারকে নিয়ে গোপালগঞ্জে বাসা ভাড়া করে থাকতেন মিসকাত মোল্লা। নড়াইলে থাকাকালীন এসএসসি পরীক্ষার সময়ে সেখানকার একটি ছেলের সঙ্গে তাঁর মেয়ের সম্পর্কের বিষয়টি জানতে পারেন। তিন মাস আগে জোবাইদার ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে নেন তাঁর বাবা। 

গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাবার কাছে বারবার মোবাইল চায় জোবাইদা। তাকে ঈদের পরে মোবাইল দেওয়া হবে বলে জানায় তার পরিবার। এ কারণে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় ওই শিক্ষার্থী। পরে দুপুরের দিকে শহরের ব্যাংকপাড়া এলাকার চাঁদমারী সড়কের আটতলাবিশিষ্ট ইউনুস টাওয়ারের ছাদে উঠে সেখান থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের।

জোবাইদার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি আনিচুর। 

গতকাল দুপুরের দিকে ইউনুস টাওয়ারের পাশে মহিদুল ইসলাম বিশ্বাসের বাড়ির টিনের চালায় হঠাৎ করে বিকট শব্দ হয়। শব্দে বাড়ির লোকজন ঘর থেকে বের হয়ে উঠানে ওই তরুণীকে সংকটাপন্ন অবস্থায় পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশে খবর দেন তাঁরা। কিছু সময়ের মধ্যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত: কোটালীপাড়ার পাইকের বাড়ি গ্রামে চলছে শোকের মাতম

গোপালগঞ্জে বিদ্যুতায়িত হয়ে দাদি-নাতিসহ ৩ জনের মৃত্যু

গোপালগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ

মায়ের কোল থেকে ছিটকে সড়কে প্রাণ গেল শিশুর

মা-বাবাকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার

চালাতে জানতেন না, অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের

পদত্যাগের ঘোষণা দেওয়ার ২ ঘণ্টা পরই গ্রেপ্তার যুবলীগ নেতা

মুকসুদপুরে পাটের গুদামে অগ্নিকাণ্ড

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫০ নেতার পদত্যাগ

টুঙ্গিপাড়ায় শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, ১৫ হাজার টাকা জরিমানা