হোম > সারা দেশ > গোপালগঞ্জ

নৌকার ভাস্কর্য ভেঙে আ.লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় নৌকার ভাস্কর্য ভেঙে আ.লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিজবাড়ির পুকুরঘাটে নৌকা প্রতীকের ভাস্কর্য ভেঙে আওয়ামী লীগ না করার ঘোষণা দিয়েছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবু ছাইদ শিকদার। আজ রোববার উপজেলার পিঞ্জরী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আলোচনা–সমালোচনার ঝড় বইছে।

আবু ছাইদ শিকদার উপজেলার পিঞ্জরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান। দীর্ঘ প্রায় ৩০ বছর তিনি ইউনিয়ন আওয়ামী লীগের দলটির সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লার ভাগিনা।

জানা গেছে, উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের সাবেক ইউপি চেয়ারম্যান আবু ছাইদ শিকদার তাঁর বাড়ির সামনের পুকুরপাড়ে কয়েক বছর আগে একটি দৃষ্টিনন্দন নৌকার ভাস্কর্য নির্মাণ করেন। আজ সকালে আবু ছাইদ শিকদার লোকজন দিয়ে এই দৃষ্টিনন্দন নৌকার ভাস্কর্যটি ভেঙে ফেলেন।

এ বিষয়ে জানতে চাইলে ওই ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাজী মুক্তা বলেন, ‘আবু ছাইদ শিকদার দীর্ঘ ৩০ বছর ধরে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর মামা প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লার প্রভাব খাটিয়ে পিঞ্জুরী ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান আবু ছাইদ।

চেয়ারম্যান হওয়ার পর তিনি দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এখন আওয়ামী লীগের এই দুর্দিনে এসে আবু ছাইদ শিকদারের এমন কাণ্ডে আমরা হতবাক হয়েছি। আমরা এই নৌকার ভাস্কর্য ভাঙার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

অপর দিকে আবু ছাইদ শিকদার সাবেক প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘যার দল করি, সে দুর্নীতিগ্রস্ত হয়ে পালিয়ে গেছে। আদর্শচ্যুত হয়েছে, তাই পালিয়েছে। ওই দল আর আমি করব না। সে আসলেও আওয়ামী লীগ আর করব না। তাই নৌকার ফলক ভেঙে ফেলেছি।’

গোপালগঞ্জে ওয়ার্ড জামায়াতের হিন্দু শাখার ৯ নেতা-কর্মীর পদত্যাগ

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় পিকআপ ভ্যানে আগুন

গোপালগঞ্জে তুলার কারখানার হলারে গামছা পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু

মামলার ভয় দেখিয়ে টাকা দাবি, ছাত্রদল নেতা পরিচয় দেওয়া তরুণকে গণধোলাই

ওসির কাছে দরখাস্ত দিয়ে আ.লীগ ছাড়ার ঘোষণা ৭ ইউপি সদস্যের

কোটালীপাড়ায় ককটেল হামলায় ৩ পুলিশ সদস্য আহত

শেখ হাসিনার রায় ঘোষণার আগে-পরে গোপালগঞ্জে বিক্ষিপ্ত ঘটনা

গোপালগঞ্জে দুই মামলায় শেখ সেলিমের ছেলেসহ আসামি ৩৬৭, গ্রেপ্তার ৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা বরখাস্ত