হোম > সারা দেশ > গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় ছাত্রদলের কমিটিতে নাম, ‘জানেন না’ পদপ্রাপ্ত নেতা

 টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

রাজ তালুকদার। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এসব কমিটির অনুমোদন দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ও সদস্যসচিব আব্দুর রহিম। তবে কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদপ্রাপ্ত রাজ তালুকদার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে দাবি করেন, তিনি কমিটির বিষয়ে কিছুই জানতেন না এবং রাজনীতির সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততাও নেই।

রাজ তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন, ‘আসসালামু আলাইকুম, আমি রাজ তালুকদার। আজকে ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে, সেখানে আমাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। উক্ত কমিটি সম্পর্কে আমি অবগত নই। আমি আগেও কোনো রাজনীতির সঙ্গে ছিলাম না, ভবিষ্যতেও থাকব না।’

তাঁর এই পোস্ট দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় রাজনীতিতে আলোচনার জন্ম দেয়। কেউ কেউ রাজের বক্তব্যকে স্বচ্ছ অবস্থান হিসেবে দেখলেও, অনেকেই ছাত্রদলের কমিটি গঠনের পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলছেন। রাজের এমন অবস্থানে ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের অনেক নেতা-কর্মী বিস্ময় প্রকাশ করেছেন।

এ বিষয়ে রাজ তালুকদার বলেন, ‘কমিটি সম্পর্কে আমি কিছুই জানতাম না। কখনো কোনো রাজনৈতিক দলে যুক্ত ছিলাম না, এখনো নেই। বিষয়টি আমি নতুন আহ্বায়ককে জানিয়েছি এবং ফেসবুকেও প্রকাশ করেছি।’

রাজ তালুকদারের পোস্ট করা স্ট্যাটাস। ছবি: আজকের পত্রিকা

অন্যদিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন বলেন, ‘রাজ তালুকদার নিজেই আমার কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছিল ছাত্রদলের কমিটিতে যুক্ত হওয়ার জন্য। এখন তার এমন আচরণে আমি বিস্মিত। বিষয়টি হাইকমান্ডকে জানানো হয়েছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

পদত্যাগের ঘোষণা দেওয়ার ২ ঘণ্টা পরই গ্রেপ্তার যুবলীগ নেতা

মুকসুদপুরে পাটের গুদামে অগ্নিকাণ্ড

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫০ নেতার পদত্যাগ

টুঙ্গিপাড়ায় শতাধিক যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, ১৫ হাজার টাকা জরিমানা

শৈত্যপ্রবাহে কাঁপছে গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে মারধরে কৃষকের মৃত্যুর অভিযোগ

মুকসুদপুরে উপজেলা আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন

সবজি গ্রামে শীতকালীন চাষে ব্যস্ত গোপালগঞ্জের কৃষকেরা

অনুষ্ঠানের ভিডিওধারণ কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০