হোম > সারা দেশ > গোপালগঞ্জ

লক্ষ্মীপূজা উপলক্ষে গোপালগঞ্জে বসেছে প্রতিমার হাট

গোপালগঞ্জ প্রতিনিধি

খাটরা সর্বজনীন কালীবাড়িতে লক্ষ্মী প্রতিমার হাট। ছবি: আজকের পত্রিকা

সনাতন ধর্মাবলম্বীদের ধনসম্পদের দেবী লক্ষ্মীপূজা আজ সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত হবে। প্রতিবছরের মতো এবারও পূর্ণিমা তিথিতে ঘরে ঘরে হবে লক্ষ্মী দেবীর আরাধনা। এ উৎসবকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের খাটরা সর্বজনীন কালীবাড়িসহ জেলার বিভিন্ন স্থানে বসেছে লক্ষ্মী প্রতিমা ও পূজার উপকরণ বিক্রির বিশেষ হাট।

পূজা সামনে রেখে জেলার হিন্দু ধর্মাবলম্বীরা এখন প্রতিমা কিনতে ব্যস্ত। জেলার বিভিন্ন স্থান থেকে মূর্তি নির্মাতারা এ হাটে লক্ষ্মী প্রতিমা এনে বিক্রি করছেন। আজ বিকেল পর্যন্ত এ বেচাকেনা চলবে।

এ হাটে ছোট আকারের প্রতিমা ১০০ থেকে ৮০০ টাকা এবং বড় প্রতিমা ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। ক্রেতারা সাধ্য ও পছন্দ অনুযায়ী প্রতিমা কিনছেন।

মূর্তি ছাড়াও হাটে পূজার নানা উপাচার পাওয়া যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—সোলার ফুলের মালা, কলাগাছ দিয়ে তৈরি নৌকা, নলডুগলিগাছের লতা, হলুদগাছ, ধানের শিষ, পদ্ম ফুলসহ বিভিন্ন সামগ্রী। এক হাটে প্রতিমা ও সব উপকরণ কিনতে পারায় পূজারিদের সুবিধা হচ্ছে।

প্রতিমা কিনতে আসা গোপাল বিশ্বাস বলেন, ‘গত বছরের তুলনায় এ বছর প্রতিমার দাম কিছুটা বেশি। তবে এখনো সহনীয় পর্যায়ে রয়েছে। পূজার অনুষঙ্গ, যেমন—কলাগাছ ৫০ টাকা এবং একটি নৌকা ৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। তবুও সাধ্যের মধ্যে প্রতিমাসহ প্রয়োজনীয় সবকিছু এখান থেকে কিনতে পারছি।’

শহরের বাসিন্দা মলয় সরকার ও সোমা সরকার বলেন, ‘লক্ষ্মী দেবী আমাদের ধনসম্পদের দেবী। পছন্দমতো প্রতিমা কিনেছি। গত বছরের তুলনায় এ বছর প্রতিমার দাম অনেক বেশি হলেও, মায়ের আশীর্বাদ পেতে তো পূজা করতেই হবে।’

খাটরা সর্বজনীন কালীবাড়িতে প্রতিমা বিক্রি করতে আসা রমেশ পাল ও সুনীল পাল বলেন, ‘মাটি থেকে শুরু করে রং ও অন্যান্য উপকরণের দাম বেড়েছে। তাই প্রতিমা তৈরিতে খরচ বেশি হওয়ায় দামও একটু বাড়াতে হয়েছে। ছোট প্রতিমাগুলো আমরা ১০০ থেকে ৮০০ টাকা এবং বড় প্রতিমা ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত বিক্রি করছি। ক্রেতা সমাগম ভালো হওয়ায় মোটামুটি লাভ হচ্ছে।’

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় পিকআপ ভ্যানে আগুন

গোপালগঞ্জে তুলার কারখানার হলারে গামছা পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু

মামলার ভয় দেখিয়ে টাকা দাবি, ছাত্রদল নেতা পরিচয় দেওয়া তরুণকে গণধোলাই

ওসির কাছে দরখাস্ত দিয়ে আ.লীগ ছাড়ার ঘোষণা ৭ ইউপি সদস্যের

কোটালীপাড়ায় ককটেল হামলায় ৩ পুলিশ সদস্য আহত

শেখ হাসিনার রায় ঘোষণার আগে-পরে গোপালগঞ্জে বিক্ষিপ্ত ঘটনা

গোপালগঞ্জে দুই মামলায় শেখ সেলিমের ছেলেসহ আসামি ৩৬৭, গ্রেপ্তার ৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা বরখাস্ত

গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রলবোমা নিক্ষেপ, গাড়িতে আগুন